মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ২৯ জানুয়ারি ২০২৩
মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

দক্ষিণ আফ্রিকায় বসছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অনন্য এক ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১০ দলের এই টুর্নামেন্টের সব আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে থাকবেন নারী, যা ক্রিকেটের বিশ্ব আসরে প্রথম কোন ঘটনা।

শনিবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে দক্ষিণ আফ্রিকার আসন্ন এ আসরে অফিসিয়ালের দায়িত্বে কোন পুরুষকে রাখা হয়নি।

আইসিসি জানায়, টুর্নামেন্ট পরিচালনার জন্য মোট ১৩ জন ম্যাচ অফিসিয়াল নির্বাচন করা হয়েছে। তাদের প্রত্যেকেই নারী। এর মধ্যে ১০ জন আম্পায়ার এবং বাকি ৩ জন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

ক্রিকেটে মেয়েদের বিভিন্ন টুর্নামেন্টে নারী আম্পায়ারদের অংশগ্রহণ নতুন নয়। তবে এতদিন নারী আম্পায়ারদের পাশাপাশি পুরুষ আম্পায়াররাও দায়িত্ব পালন করেছেন। এবারই পুরো টুর্নামেন্টে শতভাগ নারী ম্যাচ অফিসিয়াল দিলো আইসিসি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এ বিষয়ে আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেছেন, “আমরা চাই ছেলে এবং মেয়ে সমান সুযোগ পাক। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আমরা সারা বিশ্বেই নারী আম্পায়ারদের সুযোগ করে দিতে চাই।”

নির্বাচিত ১৩ জনের মধ্যে সাতজনই বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন। তাদের মধ্যে ভারতের তিনজন; ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার দু’জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের একজন করে নারী অফিসিয়াল রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে  বাংলাদেশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই সুপার টুয়েলভ, সরাসরি খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই সুপার টুয়েলভ, সরাসরি খেলবে বাংলাদেশ

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ