সাকিবের সাথে দ্বন্দ্ব ও গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ইংল্যান্ড সিরিজের আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাক্ষাৎকার নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। পাপনের দেওয়া তথ্য মতে বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা সিনিয়রদের মাঝে গ্রুপিং এবং তামিম-সাকিবের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। যা চেষ্টা করেও মেটানো সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিম বলেন, “এই জিনিসটার (বিসিবি সভাপতির দেওয়া তথ্য) ব্যাপারে গতকালই (শনিবার) জানতে পারি। আমরা (সাকিব-তামিম) যখন দেশকে প্রতিনিধিত্ব করি, সবকিছুই ঠিক আছে। অন্য কিছুই এখানে ম্যাটার করে না। কে কী বললো, কী হলো, আমাদের সঙ্গে সম্পর্ক কেমন, আমরা একসাথে কফি খাই কি-না, এগুলো কোনোকিছু ম্যাটার করে না।”

তিনি বলেন, “আমরা (সাকিব-তামিম) শতভাগ দিচ্ছি দলকে। যদি এই জায়গায় কোনো সমস্যা হতো, তাহলে আমি বলতাম। ১৫-১৬ বছর ধরে খেলতেছি। একসঙ্গে ২২ গজে ব্যাটিংও করি। সে যখন উইকেট পায় উদযাপন করি, মাঠে সব স্বাভাবিক।”

টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, “গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আমি ও সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি। আমি সেরাটা দেয়ার চেষ্টা করি, সেও চেষ্টা করে। আমি ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে সাজেশন চাইলে সে আমাকে সাহায্য করে। সে যখন নেতৃত্ব দেয় তার পরামর্শ প্রয়োজন হলে আমি প্রস্তুত থাকি করার। এখানে আর কোনো কিছুই ম্যাটার করে না।”

তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয় এ জিনিসগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশ একবছর আগে যেমন ভালো ছিল, তেমনই আছে।”

তবে দুজনের মধ্যে দ্বন্দ্ব নিরসন করা সম্ভব কি-না -এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “অসম্ভব বলে কিছু নেই, বসই সম্ভব। তবে ভেরতের জিনিস বাইরে না আসাই ভালো।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন হাবিবুল বাশার

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করছেন হাবিবুল বাশার

মাশরাফিকে আর জাতীয় দলে দেখছেন না হাথুরুসিংহে

মাশরাফিকে আর জাতীয় দলে দেখছেন না হাথুরুসিংহে

‘টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজস্ব পরিকল্পনা খোঁজার বার্তা দিলেন হাথুরু

‘টেস্ট ও টি-টোয়েন্টিতে নিজস্ব পরিকল্পনা খোঁজার বার্তা দিলেন হাথুরু