বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন উইল জ্যাকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০৫ মার্চ ২০২৩
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন উইল জ্যাকস

বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়ন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইংলিশ ব্যাটার ও অফ স্পিন উইল জ্যাকস। বাম পায়ের উরুতে চোট পাওয়ায় বাংলাদেশে আর খেলা হচ্ছে না। পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি।

ঢাকায় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পান উইল জ্যাকস। পরে তাকে উঠিয়ে নেওয়া হয়। রোববার (৫ মার্চ) ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে চলমান সফরে উইল জ্যাকসের আর খেলা হচ্ছে না। পুনরুদ্ধার শুরুর প্রক্রিয়া হিসেবে তাকে বাড়ি পাঠানো হবে।

ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঢাকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাম উরুতে চোট পাওয়ায় উইল জ্যাকস বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। জ্যাকস তার পুনরুদ্ধার শুরু করতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাড়ির পথে বিমান ধরবেন।”

বাংলাদেশের বিপক্ষে ইতিমধ্যে সিরিজ করেছে ইংল্যান্ড। সিরিজে প্রথম দুই ম্যাচে যদিও খুব বেশি ভালো করতে পারেননি উইল জ্যাকস। প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছেন ৪ বলে ১, এছাড়া বল হাতে ৬ ওভারে দিয়েছেন ২৭ রান।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ৩১ বলে ২৬ রান করার পাশাপাশি বল হাতে ৫ ওভারে ১৮ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। যদিও চোট পাওয়ায় আর বল করা হয়নি তার।

এবার ইনজুরি থেকে মুক্তি না পাওয়ায় শেষ ওয়ানডে খেলা হচ্ছে না উইল জ্যাকসের। এছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও বাংলাদেশের বিপক্ষে উইল জ্যাকসকে আর পাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দল।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনে মেজাজ হারালেন মুশফিক

অনুশীলনে মেজাজ হারালেন মুশফিক

অবসরের ‘ঘোষণা’ দিলেন মোহাম্মদ আশরাফুল

অবসরের ‘ঘোষণা’ দিলেন মোহাম্মদ আশরাফুল

বাংলাদেশের দুর্বলতা ৩০-৪০ করে আউট হওয়া

বাংলাদেশের দুর্বলতা ৩০-৪০ করে আউট হওয়া

ছন্দ হারানো মোস্তাফিজের উপর ‘অগাত বিশ্বাস’

ছন্দ হারানো মোস্তাফিজের উপর ‘অগাত বিশ্বাস’