দু’বছর পর দলে ম্যাথুজ, ১৬ মাস পর কুশল পেরেরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৮ মার্চ ২০২৩
দু’বছর পর দলে ম্যাথুজ, ১৬ মাস পর কুশল পেরেরা

সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে ফিরিয়ে এনে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ঘোষিত এই দলে দুই বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন ম্যাথুজ। এছাড়া ১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক কুশল পেরেরা।

২০২১ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন ৩৫ বছর বয়সী ম্যাথুজ। ম্যাচে ৫ রান করেছিলেন তিনি। এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার।

২৫ মার্চ থেকে অকল্যান্ডে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে শেষে একই ভেন্যুতে ২ এপ্রিল থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টির দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ১৬ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন উইকেটরক্ষক কুশল পেরেরা। ২০২১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন কুশল।

শ্রীলঙ্কা ওয়ানডে দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নুওয়ানিন্দু ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েলেলাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, প্রোমদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারতেœ, মাথিশা পাথিরানা।

টি-টোয়েন্টি দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুল্লি, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিন্দু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারতেœ, মাথিশা পাথিরানা, প্রমোদ মদুশান।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা

নতুন মুখ নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে শ্রীলঙ্কা

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা