দুই ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করা উচিৎ নয়: নিক পোথাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ১০ জুলাই ২০২৩
দুই ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করা উচিৎ নয়: নিক পোথাস

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে ওয়াডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে এখন শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে দ্বারপ্রান্তে। তবে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস মনে করেন, হেরে যাওয়া দুই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলকে বিচার করা ঠিক হবে না।

বৃষ্টির কারণে সোমবার চট্টগ্রামে টাইগারদের অনুশীলন ছিল না। তবে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‍“দুই ম্যাচ দিয়ে দলটাকে বিচার করার আগে তাদের আগের সাফল্যগুলোও দেখতে হবে। এই দলটাই ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে। তাই, দুই ম্যাচ দিয়ে বিচার করার আগে আমাদের উচিত লম্বা সময় ধরে তারা কেমন করছে সেটি দেখা।”

প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙেছেন তিনি।

অবসর ভাঙলেও খেলায় ফেরেননি তামিম ইকবাল। ফলে তামিমের ডেপুটি লিটন দাস দল পরিচালনা করছেন। প্রথম ম্যাচ হারের পর লিটনের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচেও হারের লজ্জা পায় বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের হারিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়ে আফগানিস্তান।

দ্বিতীয় ওয়ানডে আফগানদের বিপক্ষে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচে এমন ভরাডুবি নিয়ে জানতে চাইলে বাংলাদেশের ব্যর্থতার আগে আফগানিস্তানের বোলিং আক্রমণের সফলতা তুলে ধরেন টাইগার সহকারী কোচ। বিশেষ করে আফগানদের স্পিন নিয়ে অকপট স্বীকারোক্তি দেন পোথাস।

পোথাস বলেন, “সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক এই মুহূর্তে বিশ্বের সেরা। তাদের তিনজন বোলার আছে যারা একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে। এমন বোলার পাওয়া যে কোনো দলের অধিনায়কের জন্য স্বপ্নের মতো।”

আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। সিরিজ হেরে তিন ম্যাচ সিরিজটিতে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় রয়েছে টাইগাররা।



শেয়ার করুন :