ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালে দুই অনফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৯ নভেম্বর ২০২৩
ভারত-অস্ট্রেলিয়ার ফাইনালে দুই অনফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ ফাইনাল লড়াইয়ে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডেরই রিচার্ড ইলিংওয়ার্থ এবং রিচার্ড ক্যাটেলবোরা।

ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পেলেন ক্যাটেলবোরা। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ফাইনাল পরিচালনা করেছিলেন ৫০ বছর বয়সী ক্যাটেলবোরা। ওই ফাইনালে ক্যাটেলবোরা সঙ্গী ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

চলমান বিশ্বকাপের সেমিফাইনালেও অনফিল্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিতে ইলিংওয়ার্থ এবং অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেমিতে ছিলেন ক্যাটেলবোরা।

২০০৯ সালের নভেম্বরে একই দিনে আইসিসির আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা। আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন ইলিংওয়ার্থ এবং ক্যাটেলবোরা।

এছাড়া ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলস এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। ম্যাচ রেফারির হিসেবে থাকবেন জিম্বাবুয়ের এন্ডি পাইক্রফট।

বিশ্বকাপের লিগ পর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে পা রেখেছে স্বাগতিক ভারত। ৯ ম্যাচের সবগুলো জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে বিদায় করেছে রোহিত শর্মারা।

অন্যদিকে, লিগ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল অসিরা।


শেয়ার করুন :