প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে দেশটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়েছে ইতালি। এ অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আরেক দেশ নেদারল্যান্ডস।
ইউরোপিয়ান অঞ্চলে খেরা ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল নেদারল্যান্ডস। সমান সংখ্যক ম্যাচে জয় ২ জয় ও ১ হারে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপের টিকিট পেল ইতালি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট ছিল জার্সিরও। তবে জার্সির চেয়ে রান রেটে ((০.৩০৬) এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইতালি (০.৬১২)।
ইউরোপিয়ান অঞ্চলের শেষ রাউন্ডের ম্যাচে শুক্রবার দিনগত মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও জার্সি এবং ইতালি নেদারল্যান্ডস। স্কটল্যান্ডকে ১ উইকেটে হারায় জার্সি। ইতালির রান রেট টপকে যেতে বড় জয় দরকার ছিল জার্সির। বড় জয় না পাওয়ায় ইতালির রান রেট পেছনে ফেলতে পারেনি জার্সি।
দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারে ইতালি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৪ রান করে ইতালি। ১৩৫ রানের টার্গেট নেদারল্যান্ডস ১৪ ওভারে টপকে গেলে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতো ইতালির। শেষ পর্যন্ত ১৩৫ রানের টার্গেট ১৬.২ ওভারে গিয়ে স্পর্শ করে নেদারল্যান্ডস।
এর মধ্য দিয়ে এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ১৫টি দেশ। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া গত বিশ্বকাপের সুপার এইটে ওঠে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। আর বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।