মিরপুরে খোশ মেজাজে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ২২ নভেম্বর ২০২৩
মিরপুরে খোশ মেজাজে সাকিব

আঙুলে চোট পাওয়ায় দলের আগেই বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল সাকিব আল হাসানের। তবে ঢাকায় ফিরে ছিলেন অনেকটা আড়ালে। দেখা যায়নি মিরপুরে কিংবা কোন কেমেরার ল্যান্সে। অবশেষে মিরপুরে দেখা মিললো টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। বুধবার বিসিবিতে এসেছিলেন সাকিব।

জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন সাকিব। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বিসিবির কাছে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে টিম মেনেজম্যান্টের।

বিসিবিতে আসলেও গণমাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলেননি সাকিব আল হাসান। তবে যাওয়ার সময় উপস্থিত ফটো সাংবাদিকদের সাথে কুশল বিনিময় এবং ছবি তোলেন দেশসেরা এ অলরাউন্ডার। এ সময় তাকে বেশ খোশ মেজাজেই দেখা যায়।

বুধবার মেহেদী হাসান মিরাজও মিরপুরে এসেছিলেন। তবে ছেলেকে সাথে নিয়ে মিরপুরে আসা মিরাজকে কোন ক্রিকেটীয় কার্যক্রমে দেখা যায়নি।

এদিকে, বিশ্বকাপ ব্যর্থতায় টিম ম্যানেজম্যান্ট থেকে একটি রিপোর্ট পাওয়াল অপেক্ষা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেটি পেলেই বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আলোচনায় বসবে বোর্ড কর্তারা। বুধবার হয়তো সেটির জন্য বিসিবিতে এসেছিলেন সাকিব হাথুরুরা।

বিশ্বকাপ শেষ হলেও আবারও ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তবে ইনজুরির কারণে টেস্ট সিরিজে না থাকায় লম্বা ছুটিই পাচ্ছেন সাকিব।

২৩ নভেম্বর থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ টেস্ট দলের অনুশীলন। এর আগেই স্কোয়াযে থাকা ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন। দুটি টেস্ট সিরিজেই নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।

ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছিটকে গেছেন। এছাড়া সহ অধিনায়ক লিটন দাস বাবা হওয়ায় একমাসের ছুটি নিয়েছেন। ফলে দুজনের কাউকেই নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাচ্ছে না।



শেয়ার করুন :