বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান কোচ ডেভিড হেম্পকে জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। একই সাথে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে। তাদের দু’জনকেই প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মার্চের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ জাতীয় দলের সাথে তাদের কার্যক্রম শুরু হবে।
২০২৩ সালের মে মাসে বিসিবির এইচপি দলের প্রধান কোচের দায়িত্ব পান হেম্প। গত ডিসেম্বরে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরে তিনি দলের অস্থায়ী ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করেছেন।
নিজ দেশ বারমুডার জাতীয় দলের হয়ে খেললেছেন হেম্প। প্রথম শ্রেণির ক্রিকেটে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলা বাঁহাতি এই ব্যাটার ৩০ শতকে রান করেছেন ১৫ হাজার ৫২০।
বাংলাদেশে আসার আগে মূলত বিভিন্ন নারী দলের কোচ ছিলেন হেম্প। ২০২০-২০২২ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় নারী দলের দায়িত্ব পালন করেন। এছাড়াও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দল এবং মেয়েদের বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ অ্যাডামস নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে মোট ৪৭ ম্যাচ খেলেন। ডানহাতি এ পেসার ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে কিউই একাদশের সদস্য ছিলেন।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ড নারী দলের বোলিং কোচ ছিলেন অ্যাডামস। এছাড়া জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি কিউই পুরুষ দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন।