‘এ’ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ পিএম, ১৪ আগস্ট ২০২৫
‘এ’ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিজয়

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফর্ম্যান্সের পর জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়েছিলেন এনামুল হক বিজয়। তবে অভিজ্ঞ এ ক্রিকেটারকে আবারও সুযোগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেকে প্রমাণে ‘এ’ দলের হয়ে খেলতে বিজয়কে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়।

নুরুল হাসান সোহানের নেতৃত্বে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। তবে বিজয়কে খেলানো হবে চারদিনের ম্যাচে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুই ইনিংসে দুটি শূন্য, একটি সিঙ্গেল ডিজিটের এবং আরেকটি ১৯ রানের ইনিংস খেলেছিলেন বিজয়। ব্যাট হাতে এমন পারফর্ম্যান্সে চারদিকে নানা সমালোচনা শুরু হয়েছিল। তবে নির্বাচকরা আরেকটি সুযোগ দিচ্ছেন বিজয়কে।

বাংলাদেশ ‘এ’ দলের এই সফর মূলত ২০২৬ সালের আগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের জন্য প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অংশ। ফলে জাতীয় দলে নিজেকে দেখার জন্য বিজয়ের সামনে এটা আরেকটি দারুণ সুযোগ।

ম্যাচটি খেলতে এনামুল হক বিজয়ের ছাড়াও আরও পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বাকি পাঁচজন হলেন- ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ।

জানা গেছে, ১৭ ও ১৮ আগস্ট দুই ধাপে তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা পেসার হাসান মাহমুদ, ওপেনার মোহাম্মদ নাঈম, স্পিনার নাঈম হাসান এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম চারদিনের ম্যাচ খেলবেন।



শেয়ার করুন :