সাদমান-বিজয়ের ব্যাটে প্রথমে সেশনটা বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ এপ্রিল ২০২৫
সাদমান-বিজয়ের ব্যাটে প্রথমে সেশনটা বাংলাদেশের

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথমে সেশন নিজেদের করে রাখল স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান করেছে বাংলাদেশ। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ১২২ রানে পিছিয়ে টাইগাররা।

দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা।
sportsmail24

বাংলাদেশের তাইজুল ২৭.১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংস শুরু করে বিনা উইকেটে ১০৫ রানের সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ৬৬ ও এনামুল হক বিজয় ৩৮ রানে অপরাজিত আছেন।



শেয়ার করুন :