এশিয়া কাপ নিয়ে যা বললেন গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮
এশিয়া কাপ নিয়ে যা বললেন গাভাস্কার

ভারতের ব্যাটিংয়ের বিরাট কোহলি নেই বলে শক্তি কমেছে এমনটা নয়। বরং রোহিত, শেখর, রাহুল কিংবা ধোনীদের নিয়ে শক্তিশালী দল আছে ভারতের হাতে। আর তাই ভারতই শিরোপা জিতবে বলে বিশ্বাস অনেকের। কিন্তু সাবেক ভারতীয় ওপেনার সুনীল গাভাস্কার শিরোপা দেখছেন সরফরাজের হাতে।

তার যুক্তি সংযুক্ত আরব আমিরাতে খেলা মানে পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলছে। 'টাইমস অব ইন্ডিয়া'তে তিনি লেখেন, সংযুক্ত আরব আমিরাতে খেলার অভিজ্ঞতায় কারণে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। সরফরাজের দল সেখানে যত বেশি ক্রিকেট খেলেছে আর কোন দল খেলেনি। শিরোপা লড়াইয়ে এটা তাদের এগিয়ে রাখবে।

এশিয়া কাপে ভারত ছয়বারের চ্যাম্পিয়ন। পাকিস্তানের হাতে শিরোপা উঠেছে দু'বার। তবে শক্তিতে ভারত যেমন এগিয়ে তেমনি লংকানদেরও ছোট করার সুযোগ নেই কোনভাবে। কিন্তু আরব আমিরাতের 'হোম গ্রাউন্ড' সুবিধা নিয়ে এশিয়া কাপের তৃতীয় শিরোপা জিতে সরফরাজরা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানকে 'উপহার' দেবেন বলে মন্তব্য করেন গাভাস্কার।

গাভাস্কার তার কলামে বলেন, পাকিস্তান শুরু থেকেই ফেবারিট। পরিচিত উইকেট আর কন্ডিশনই এশিয়া কাপে এগিয়ে দেবে তাদের। তবে বাংলাদেশ ও শ্রীলংকা দলে পার্থক্য গড়ে দেবার মতো খেলোয়াড় আছে বলে মনে করেন তিনি। ইনজুরি দুই দলকে একটু পিছিয়ে দিয়েছে বলে মনে করেন গাভাস্কার। শুষ্ক উইকেটে বোলিং ভালো করলে বাংলাদেশ-শ্রীলংকারও সুযোগ দেখেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবি থেকে পদত্যাগ করলেন শোয়েব আখতার

পিসিবি থেকে পদত্যাগ করলেন শোয়েব আখতার

রাজশাহী কিংসের প্রধান কোচ ক্লুজনার

রাজশাহী কিংসের প্রধান কোচ ক্লুজনার

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়