আগের চেয়ে ভালো আছেন চামেলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮
আগের চেয়ে ভালো আছেন চামেলী

ফাইল ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলী খাতুনের (২৭) স্বাস্থ্য উন্নতির পথে। পুরোপুরি সুস্থ হতে ছয় মাসের মতো লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সূত্রে জানা গেছে, ভারতের ব্যাঙ্গালুরুর শীর্ষ পর্যায়ের স্পর্শ বেসরকারি অর্থপেডিক হাসপাতালে রাজশাহীর মেয়ে চামেলীর ডান পায়ের লিগামেন্টের অস্ত্রোপচার হয়েছে সপ্তাহ খানেক আগে। অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে দুই মিনিট হাটা দূরত্বে সোয়েতা গেস্ট হাউজের দোতলার ১০৫ নম্বর রুমে অবস্থান করছেন তিনি।

বর্তমানে চামেলীকে ধরে নিয়ে চলাফেরা করলেও নিজে চেষ্টা করছেন নড়াচড়ার। মানসিকভাবে তিনি এখন আগের তুলনায় অনেক ভালো আছেন। প্রতিদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ড্রেসিং করার জন্য। আজ-কালের মধ্যে সেলাই কাটা হতে পারে। ১০ ডিসেম্বর রাজশাহী ফেরার সম্ভাবনা রয়েছে।

চামেলীর পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন থেকে অবস্থান করছিলেন রাজশাহী মহানগরীর দরগাপাড়ার জরাজীর্ণ একটি ঘরে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে অনেকেই তার পাশে এসে দাঁড়ান। এ সময় তার চিকিৎসার সব দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২ নভেম্বর রাজশাহী থেকে ঢাকা নিয়ে ভর্তি করা হয় জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতালে) ২১৬ নম্বর কেবিনে। সেখানে প্রাথমিক পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালেই চিকিৎসার প্রস্তুতি শরু হয়। কিন্তু চামেলী দাবি করেন ভারতে চিকিৎসার জন্য। এরপর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় ভারতে।

বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত মাঠ মাতিয়ে বেড়িয়েছেন চামেলী খাতুন। ২০১০ সালের এশিয়া কাপের রানার আপ হওয়া দলের হয়ে মাঠ মাতান এই দাপুটে ক্রিকেটার। এর বাইরে ঢাকা বিভাগে খেলেছেন টানা। দুই মৌসুম শেখ জামালের ক্যাপ্টেন হিসেবে সামনে থেকে টেনে নিয়ে গেছেন দলকে। সেই তিনিই পরাস্ত হন ইনজুরিতে। এখন তার চিকিৎসা চলছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

নিউজিল্যান্ডের বোলিং তোপে পাকিস্তানের জয় হাত ছাড়া

টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিপাকে কোচ!

টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে বিপাকে কোচ!