ধোনির অভিজ্ঞতা কোহলির দরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
ধোনির অভিজ্ঞতা কোহলির দরকার

ফাইল ছবি

কিংবদন্তী ক্রিকেটার শ্রীলংকার কুমার সাঙ্গাকারা বলেছেন, অভিজ্ঞতার কোন বিকল্প নেই এবং যে কারণে এ বছরের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হবে হবে উইকেটরক্ষ-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ‘ঐতিহাসিক’ ওয়ানডে সিরিজ জয় এবং এরপর নিউজিল্যান্ড জয়ে ধোনির পারফরমেন্স ছিল স্বপ্নে মত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ যথাক্রমে ২-১ এবং ৪-১ ব্যাধানে জিতেছে সফরকারী ভারত।

ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ধোনির বিশাল অভিজ্ঞতা অধিনায়ক বিরাট কোহলির জন্য অত্যন্ত প্রয়োজন মনে করছেন সাঙ্গাকারা। ধোনির অধীনে ২০১১ বিশ্বকাপ শিরোপা জয় করে ভারত। খেলাটির ইতিহাসে তিন ফর্মেটেই আইসিসি বিশ্বকাপ (টি-২০-বিশ্বকাপ ২০০৭, বিশ্বকাপ ২০১১ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩) শিরোপা জয় করা একমাত্র অধিনায়ক ধোনি।

ইন্ডিয়া টুডে পত্রিকাকে সাঙ্গাকারা বলেন, ‘একটা বিশ্বকাপে অভিজ্ঞতার মূল্য অপরিসিম। কেবলমাত্র অভিজ্ঞতা নয় এটা সেরা পারফরমেন্সেরও বিষয়। আমি মনে করি, ভারতীয় ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ধোনি অবশ্যই থাকবেন।’

তিনি আরো বলেন, ‘একই সাথে আমি তার অভিজ্ঞতার কথাও চিন্তা করি। একটা বিশ্বকাপে দলের কঠিন কোন মুহূর্ত এলে কোহলি মাঠে অত্যন্ত ঠান্ডা মাথার কেউ একজনকে চাইবে।’

উঠতি তারকা ঋষভ পান্থের উত্থান দলে ধোনির অবস্থানকে হুমকিতে নিয়মিত হুমকিতে ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন , বর্ষীয়ান উইকেটরক্ষকট ব্যাটসম্যানের দায়িত্ব নিতে প্রস্তুত ঋষভ। তবে সাঙ্গাকারা মনে করছেন, এ ধরনের শক্ত প্রতিযোগিতা কেবলমাত্র ভবিষ্যতে দলের উন্নতিতে সাহায্য করবে।

সাঙ্গাকারা বলেন, ‘ভারতের জন্য অসাধারণ সৃষ্টি ঋষভ পান্থ। দলে জায়গা পেতে এ ধরনের প্রতিযোগিতা একজন তরুণকে আরো ভাল করতে উদ্বুদ্ধ করবে। এটা নির্ভর করছে বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন, আপনি এটাকে একটা সুযোগ না বকেটা হুমকি মনে করছেন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

‘কিংবদন্তি হতে চলছেন বিরাট কোহলি’

‘কিংবদন্তি হতে চলছেন বিরাট কোহলি’

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

টি-২০ ক্রিকেটে ধোনির ‘ট্রিপল সেঞ্চুরি’

টি-২০ ক্রিকেটে ধোনির ‘ট্রিপল সেঞ্চুরি’

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ভারত