শেরপুরকে ৭ উইকেটে হারালো নেত্রকোনা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
শেরপুরকে ৭ উইকেটে হারালো নেত্রকোনা

ছবি: শেরপুর জেলা পুলিশ

ময়মনসিংহ পুলিশ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শেরপুর জেলা পুলিশকে হারিয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। মঙ্গলবার শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে শেরপুরকে ৭ উইকেটে হারায় নেত্রকোনা।

টসে জিতে প্রথমে শেরপুরকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নেত্রকোনা। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে শেরপুর জেলা দল। জবাবে নেত্রকোনা ব্যাট করতে নেমে ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

দিনের দ্বিতীয় খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ দল ও জামালপুর জেলা পুলিশ দলের মুখোমুখি হয়। টস হেরে জামালপুর জেলা পুলিশ দল ব্যাটসম্যান রাশেদুলের ৭ চার ২ ছক্কায় অর্ধশতক (৫২ রান) এবং রুবেল হোসেনের ৫ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ওপর ভর করে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৯ রান করে।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা পুলিশ দল ১০ ওভারে ৪ উইকেটে ৯৬ রান করে। ফলে ৬ রানের জয় পায় জামালপুর জেলা পুলিশ দল।

sherpur

এর আগে ময়মনসিংহ পুলিশ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা অংশ নিচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবায় চ্যাম্পিয়ন প্রিয়ন্তি

শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবায় চ্যাম্পিয়ন প্রিয়ন্তি

শেরপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় স্কুল ক্রিকেটে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

জাতীয় স্কুল ক্রিকেটে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির