লাখ টাকা পুরস্কার পেলেন ক্রিকেটার জ্যোতি

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৭ মার্চ ২০১৯
লাখ টাকা পুরস্কার পেলেন ক্রিকেটার জ্যোতি

বাংলাদেশের নারী ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতিকে এক লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন শেরপুর-১ আসনের সাংসদ হুইপ আতিউর রহমান আতিক। বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জ্যোতির হাতে আর্থিক পুরস্কার তুলেন দেন আতিউর রহমান আতিক।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২১ বছর বয়সী নিগার সুলতানা জ্যোতি শেরপুর শহরের ১নং ওয়ার্ডের রাজবল্লভপুর মহল্লার সিরাজুল হকের মেয়ে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে করাচিতে টি-২০ ম্যাচ দিয়ে অভিষেক হয় এই নারী ক্রিকেটারের। এখন পর্যন্ত তিনি ১৯টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ৩০২ রান করেছেন।

এছাড়া, জ্যোতি ৩৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৩৫টি ম্যাচে তিনি ৪৩৫ রান করেন।

niger_sultana

গত বছরে নারী এশিয়া কাপে দেশ সেরা এই নারী ক্রিকেটারের হাত দিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে জ্যোতি ২৪ বলে গুরুত্বপূর্ণ ২৭ রান করেন। যা ছিল দলীয় সর্বোচ্চ রান।

জ্যোতি এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শেরপুরে গত বছর নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছিল। নাগরিক সংগঠন জনউদ্যোগ ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক এমপি নিগার সুলতানা জ্যোতিকে এক লক্ষ টাকা সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

শাকিল মুরাদ, শেরপুর


শেয়ার করুন :


আরও পড়ুন

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

শেরপুরে নাগরিক সংবর্ধনায় সিক্ত এশিয়া কাপ জয়ী জ্যোতি

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা