ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২২ পিএম, ১০ এপ্রিল ২০১৯
ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’

নিষেধাজ্ঞা থেকে সদ্য মুক্তি পাওয়া ডেভিড ওয়ার্নারের বিষয়ে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারকে কিছু পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তিনি বলেন, ‘আমি অন্য যে কারো চেয়ে বড়’ ওয়ার্নারকে এ মনোভাব ছাড়তে হবে।

গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা শেষ করে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ওয়ার্নার। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়া দলে সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে কতিপয় ধারা ভাষ্যকারের মতে, বেশ কিছু দিন খারাপ সময় অতিবাহিত করার পর পুনরায় ভালো শুরু করা অস্ট্রেলিয়া দলের জন্য ওয়ার্নারের ফেরাটা সমস্যা সৃষ্টি করতে পারে এবং সেটা সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

দক্ষিণ আফ্রিকা দলের সাবেক উইকেটরক্ষক স্মিথ বলেছেন, তিনি ওয়ার্নারের ব্যাটিংয়ের একজন বড় ভক্ত। ক্যারিয়ারে অনেককেই ওয়ার্নার পিষে ফেলেছেন।

তবে অস্ট্রেলিয়ান দলে ওয়ার্নারের ফেরাকে স্বাগত জানাতে তার কোন সমস্যা আছে কিনা -এমন প্রশ্নের জবাবে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘আমি জানি না।’

২০১৪ সালে অবসর নেয়ার আগে ১১৪ টেস্ট খেলা স্মিথ বলেন, ‘পর্দার আড়ালে কী আছে সেটা জানা কঠিন। তবে তিনি সব সময়ই একজন অবিশ্বাস্য ক্রিকেটার।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে তিনি (ওয়ার্নার) যখন ব্যাট করেন। সব সময়ই প্রাধান্য বিস্তার করা প্রকৃতির ন্যায় ব্যাট চালান। তার মধ্যে তীব্রতা ও অহংকার বোধ কাজ করে। তবে সে খুবই চমৎকার একজন ক্রিকেটার। আমি মনে করি ক্যায়িারের পুরোটা সময়ই ওয়ার্নার অনেককে পিষে ফেলেছেন। সে এমন ধরনেরই মানুষ। আমি মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই তার বেশি প্রয়োজন।’

দক্ষিণ আফ্রিকায় ‘শিরিষ কাগজ’ কেলেঙ্কারির নেপথ্য নায়ক হিসেবে ওয়ার্নারকে সন্দেহ করা হয়ে থাকে।
স্মিথের বিশ্বাস তার (ওয়ার্নার) আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার।

তিনি বলেন, ‘আমি মনে করি ওয়ার্নার খুবই পরিচালক মানসিকতার, সে ভালো করতে চায়, পুনরায় সে তার গুরুত্ব প্রমাণ করতে চায়। আমি মনে করি, সেই অবস্থানে আপনার জন্য ওয়ার্নার সম্ভবত একজন ভালো ব্যক্তি। সে যখন অন্য সবার চেয়ে বড় ভাবনা শুরু করবে সম্ভবত তখন পরিচালনার জন্য ম্যানেজমেন্টকে সম্ভবত তার জন্য প্রস্তুত থাকতে হবে। দলকে সামনে এগিয়ে নিতে ল্যাঙ্গারের মত কাউকে কিংবা অধিনায়ককে সম্ভবত এ সময় হ্রাস টেনে ধরতে হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে বেয়ারস্ট্রোর ঝড়ো সেঞ্চুরি

আইপিএলে বেয়ারস্ট্রোর ঝড়ো সেঞ্চুরি

ওয়ার্নারের মুক্তিটা সত্যিই অসাধারণ হলো

ওয়ার্নারের মুক্তিটা সত্যিই অসাধারণ হলো

নিষেধাজ্ঞা মুক্ত হলেন স্মিথ-ওয়ার্নার

নিষেধাজ্ঞা মুক্ত হলেন স্মিথ-ওয়ার্নার

ওয়ার্নারকে নিষিদ্ধ না করলে টেস্ট বয়কটের হুমকি!

ওয়ার্নারকে নিষিদ্ধ না করলে টেস্ট বয়কটের হুমকি!