শচিনকে টপকে যাবেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ পিএম, ২২ আগস্ট ২০১৯
শচিনকে টপকে যাবেন কোহলি

ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচিন টেন্ডুলকারের। একদিনের ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলির শতরানের সংখ্যা ৪৩। এক্ষেত্রে সচিনকে টপকাতে বিরাটের যে খুব বেশি সময় লাগবে না, তা অস্বীকার করার কোনো উপায় নেই।

অন্যদিকে টেস্টে ৫১টি আন্তর্জাতিক শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের। এই ফরম্যাটে বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা ২৫। অর্থাৎ টেস্টে শচিনের সঙ্গে বিরাটের শতরানের পার্থক্য ২৬টির। যে ফর্মে আছেন, তাতে সচিনের টেস্ট সেঞ্চুরির রেকর্ডও বিরাট টপকে যাবেন বলেই বিশ্বাস করেন বীরেন্দ্র শেওয়াগ।

সাবেক এই ভারতীয় ওপেনারের কথায়, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। বিরাট যেভাবে ব্যাট করছেন, তাতে পৃথিবীর কোনো ক্রিকেটীয় রেকর্ড আর সুরক্ষিত থাকবে না। বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার বলেও মনে করেন বীরেন্দ্র শেওয়াগ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ : টসে জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ : টসে জিতে ফিল্ডিংয়ে উইন্ডিজ

দুই বলে ফুটবল

দুই বলে ফুটবল

সড়ক দুর্ঘটনায় ইমার্জিং দলের তিন ক্রিকেটার আহত

সড়ক দুর্ঘটনায় ইমার্জিং দলের তিন ক্রিকেটার আহত

এবার ব্যাটিং কোচের খোঁজে ভারত

এবার ব্যাটিং কোচের খোঁজে ভারত