প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে চান তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ এএম, ১৭ অক্টোবর ২০১৯
প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে চান তাসকিন

ফাইল ছবি

ইনজুরির কারণে পুনর্বাসনে থাকা ফাস্ট বোলার তাসকিন আহমেদ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ড থেকে খেলার লক্ষ্য স্থির করেছেন। বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেটে তামিম ইকবালের বিপক্ষে বল করেছেন তাসকিন।

পুনর্বাসন কার্যক্রমের সূচি অনুযায়ী বৃহস্পতিবার রানিং সেশনে অংশ নেবেন এই পেসার। এছাড়া তিনি ছয় ওভার বল করবেন।

বুধবার বোলিং অনুশীলনের পর তাসকিন বলেন, ‘এনসিএলের তৃতীয় রাউন্ড দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরার ইচ্ছা রয়েছে। বাকিটা মহান সৃষ্টিকর্তার ওপর নির্ভর করছে। কারণ, আমি নিজের জীবনে দেখেছি যখনই সব কিছু স্বাভাবিক নিয়মে চলে তখনই কোন না কোন সমস্যার মধ্যে পড়ে যাই।’

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের আগে ঢাকায় নেটে অনুশীলনে তাসকিন ইনজুরির কবলে পড়েছিলেন। ডানহাতি এ পেস বোলারের বাঁ দিকে ব্যথা অনুভব করেন। পরে তার গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়ে। ফলে এনসিএলের প্রথম দুই রাউন্ড থেকে ছিটকে পড়েন তাসকিন।

বিসিবির নবনিযুক্ত ফিজিও জুলিয়ান ক্যালেফ্যাতোর নির্দেশনা অনুযায়ী চলছে তাসকিনের পুনর্বাসন কার্যক্রম। তিনি বলেছেন, সম্পূর্ণ ফিটনেস ফিরে না পাওয়া পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক কোন খেলায় অংশগ্রহণ করা তাসকিনের জন্য সমীচিন হবে না।

চলতি বছর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরকালে সাইফুদ্দিনের পরিবর্তিত হিসেবে তাসকিন স্কোয়াডভুক্ত হলেও সেখানে অনুশীলন ম্যাচে দক্ষতা প্রমাণে ব্যর্থ হওয়ায় সিরিজের কোন ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

এনসিএলের দ্বিতীয় পর্বেও খেলছেন না সাকিব

এনসিএলের দ্বিতীয় পর্বেও খেলছেন না সাকিব

হান্ড্রেড বল টুর্নামেন্টের নিলামে ১১ টাইগার চূড়ান্ত

হান্ড্রেড বল টুর্নামেন্টের নিলামে ১১ টাইগার চূড়ান্ত

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ নারী দল ঘোষণা

সুপার ওভারের নতুন নিয়ম করলো আইসিসি

সুপার ওভারের নতুন নিয়ম করলো আইসিসি