কোহলির মন্তব্যে চটেছেন গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৫ নভেম্বর ২০১৯
কোহলির মন্তব্যে চটেছেন গাভাস্কার

কানায় কানায় দর্শকপূর্ণ গ্যালারি, ফ্লাড লাইটের আলোর মাঝে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো গোলাপীর বলের দিবা-রাত্রির টেস্ট খেলেছে স্বাগতিক ভারত। জয়ও পেয়েছে দুর্দান্তভাবে। ভারতের সামনে কোন রকম লড়াই করতে পারেনি সফররত বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেনসে এ টেস্ট ম্যাচকে ঘিরে উৎসবের কোন কমতি ছিল না। বিসিসিআই নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী নিজে উপস্থিত থেকে সকল কিছু করিয়েছেন। তবে সবকিছু ঠিক থাকলে শেষ বেলায় যেন একটু কালির ছিটে লেগে গেল!

কলকাতার দিবা-রাত্রির টেস্ট শেষে ভারতের অধিনায়কের দেওয়া বক্তব্যে চটে গেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কারের।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির প্রশংসা করেছেন বিরাট কোহালি। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট হলো মানসিক লড়াইয়ের জায়গা। আমরা শিখেছি কীভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়। বিপক্ষকে চ্যালেঞ্জটা ফিরিয়ে দিতে হয়। আর এটা দাদার (সৌরভ গাঙ্গুলির) দলই শুরু করেছিল। আমরা শুধু সেটাকে এগিয়ে নিয়ে চলেছি।’

তবে অধিনায়ক বিরাট কোহলির এমন মন্তব্য ভালোভাবে নেননি সুনীল গাভাস্কার। সম্প্রচার চ্যানেলে কোহালিকে কটাক্ষ করেছেন সুনীল গাভাস্কার।

গাভাস্কার বলেন, ‘ভারত দুর্দান্ত জয় পেয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই। ভারত অধিনায়ক বললো, দাদার (সৌরভ গাঙ্গুলি) দলের হাত ধরে ২০০০ সাল থেকে জিততে শুরু করেছে ভারত। দাদা এখন বিসিসিআই প্রেসিডেন্ট। তাই কোহালি ওর সম্পর্কে ভালো ভালো সব কথা বলেছে। ভারত সত্তর-আশির দশকেও জিতেছে। ১৯৮৬ সালে বিদেশের মাঠে গিয়ে জিতেছে ভারত, ড্রও করেছে। সেই সময়ে বিরাটের জন্মও হয়নি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের করণীয় কী, জানালেন কোহলি

দিবা-রাত্রির টেস্টও বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

দিবা-রাত্রির টেস্টও বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

মমিনুলের চোখে বাজেভাবে হারার পেছনে বাজে ব্যাটিং

মমিনুলের চোখে বাজেভাবে হারার পেছনে বাজে ব্যাটিং

রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম

রিপোর্ট ভালো হলেও পর্যবেক্ষণে লিটন-নাঈম