পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ জানুয়ারি ২০২০
পাকিস্তান সফরে ‌‘যেতেন’ মাশরাফি

ছবি : স্পোর্টসমেইল২৪

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে বেশ শঙ্কাই তৈরি হয়েছে। শেষ মুহূর্তে এ সফর নিয়ে কী হবে তা রীতিমত ধোয়াশার মধ্যে রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা আর জানা যায়নি।

মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ও টি-টোয়েন্ট ম্যাচ খেলছেন না। ফলে পাকিস্তান সফরে তার যাওয়া কথা উঠে না। তবে সংবাদ সম্মেলনে পাকিস্তান সফর নিয়ে তাকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, যদি তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলতে তাহলে বর্তমান অবস্থায় পাকিস্তান সফরে যেতেন কি না?

এমন প্রশ্নের জবাবে টাইগারদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমাকে যদি সত্যিকার অর্থে বলেন আমি হয়তো বা যেতাম। তবে অবশ্যই ফ্যামিলির সাথে কথা বলতাম। আমি জানি না আমার ফ্যামিলি কি বলতো। আমি প্রথম এই বিষয় নিয়ে আলোচনা করছি। তবে আপনি যদি যাওয়ার কথা বলতেন, আমি হয়তো বা যেতাম।’

তিনি বলেন, ‘জানি না আমার ফ্যামিলি কী বলতো, ফ্যালিমি কী বলতো তার উপর অনেক কিছু নির্ভর করে। বাট আবারও বলছি, আমি যেতাম, হয়তোবা আমি যেতাম। তার মানে এই নয় যে তারা (অন্য খেলোয়াড়রা) যেতে চাইবে না। অবশ্যই খেলার চেয়ে জীবন অনেক বড়। সবারই ব্যক্তিগত সিদ্ধান্ত আছে। প্রত্যেকেই প্রত্যেকে জায়গায় ঠিক আছে।’

দু’টি টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে পাকিস্তানের মাটিতে টেস্ট নয়, শুধু টি-২০ সিরিজ খেলতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেকেই পাকিস্তানের দীর্ঘ মেয়াদে অবস্থান করতে রাজি নন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

বিপিএলের উইকেট বিশ্বমানের : মাশরাফি

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

পাকিস্তানে কেউ যেতে না চাইলে জোর করবে না বিসিবি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি