বাংলাদেশের সিদ্ধান্তে রমিজের কণ্ঠে ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৪ জানুয়ারি ২০২০
বাংলাদেশের সিদ্ধান্তে রমিজের কণ্ঠে ক্ষোভ

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় পাকিস্তানে টেস্ট না খেলে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকার থেকে দীর্ঘ সময় পাকিস্তানে থাকার অনুমতি না পাওয়ায় বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন। তবে বাংলাদেশের এমন সিদ্ধান্তে হতবাক পাকিস্তানের এক সময়ের ক্রিকেট তারকা রমিজ রাজা। নিজের মনের মধ্যে থাকা ক্ষোভও ঝেড়েছেন তিনি।

ইউটিউবে এক ভিডিওতে বাংলাদেশের সমালোচনা করে রমিজ বলেন, ‘আমি ঠিক বুঝলাম না মধ্যপ্রাচ্যের অস্থিরতার জন্য করাচি ও রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলতে বাংলাদেশের সমস্যা কেন হবে। আর তাই যদি কারণ হয় তবে তো এশিয়ার কোন জায়গার অবস্থা ভালো না। এ জন্য কি এশিয়ায় ক্রিকেট খেলা আয়োজন করা বাদ দিতে হবে?’

তিনি বলেন, ‘ইংল্যান্ডের রাস্তাঘাটে মানুষজনের ওপর ছুরি নিয়ে হামলা হচ্ছে, অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরেই ভয়াবহ দাবানল চলছে। কিন্তু সেখানে ঠিকই ক্রিকেট খেলা হচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থিরতায় পাকিস্তান নিরপেক্ষ থাকবে- এমন নিশ্চয়তা দেওয়ার পরও বাংলাদেশ কেন সফরে আসতে চায় না তা মাথায় ঢুকছে না রমিজের। বলেন, ‘বাংলাদেশ যে যুক্তি দেখিয়েছে তা আমি বুঝতে পারছি না, যেখানে পাকিস্তানের সরকার এর মধ্যে বলেছে- মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়লে তারা কোনো পক্ষকে সমর্থন দেবে না, পুরোপুরিভাবে নিরপেক্ষ থাকবে। তারপরও কেন এমন কথা।’

পাকিস্তান সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির সমমানের নিরাপত্তা দেওয়া হবে সেটি আরও একবার মনে করিয়ে দেন রমিজ। সম্প্রতি শ্রীলঙ্কা দলকেও সেই নিরাপত্তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন ‘পাকিস্তান তো নিশ্চয়তা দিয়েছে, সফরে বাংলাদেশ দলকে সফরকারী একজন রাষ্ট্রপতি সমমানের নিরাপত্তা দেওয়া হবে। সম্প্রতি শ্রীলঙ্কাকে সেই নিরাপত্তাই দেওয়া হয়েছে এবং তারা প্রশংসাও করেছে।’

তবে শেষ পর্যন্ত আইসিসির হস্তক্ষেপের আশা করছেন রমিজ। তিনি বলেন, ‘আমার মনে হয় আইসিসির এ ব্যাপারে নজর দেওয়া উচিত। পাকিস্তানে আম্পায়ার ও ম্যাচ পরিচালনাকারীদের পাঠাচ্ছে আইসিসি। তাই তারা ভালো করেই জানে, পাকিস্তানে ক্রিকেট খেলা এখন নিরাপদ।’


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

পাকিস্তান সফরে আগের সিদ্ধান্তেই অনড় বিসিবি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

বিসিবি চাইলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন মাশরাফি

২২ গজে ‘ফিরছেন’ ওয়ার্ন-পন্টিং-গিলক্রিস্টরা

২২ গজে ‘ফিরছেন’ ওয়ার্ন-পন্টিং-গিলক্রিস্টরা

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’

বিপিএলে স্থায়ীভাবে যুক্ত হবে ‘বঙ্গবন্ধু’