ছুটি না পেয়ে বিসিবির সাথে ছয় বছরের সম্পর্ক চুকালেন মারিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২০
ছুটি না পেয়ে বিসিবির সাথে ছয় বছরের সম্পর্ক চুকালেন মারিও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন মারিও সুরেশ ভিল্লাভারায়ন। তবে এর জন্য বিবিসি কাছে ছুটি চেয়ে না পেয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

২০১৪ সালে ভিল্লাভারায়নকে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই থেকে জাতীয় দলের ট্রেনার হিসেবে কাজ করেছেন সাবেক এ লঙ্কান ক্রিকেটার।

বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জানুয়ারি) নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিল্লাভারায়ন। ফলে বাংলাদেশে অনুষ্ঠেয় জিম্বাবুয়ে সিরিজও হতে যাচ্ছে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কাজ।

কম সময়ে পারিশ্রমিক বেশি হওয়া আইপিএল দলের সঙ্গে কাজ করা ভালো সুযোগ। ফলে সেই প্রস্তাব পেয়ে আর না করেননি ভিল্লাভারায়ন। তবে ছয় বছর কাজ করার পর বাংলাদেশ ছেড়ে যেতে কিছুটা খারাপ লাগছে বলেও জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, শুরুতে বাংলাদেশ দলের সঙ্গেই থাকতে চেয়েছিলেন তিনি। শুধু আইপিএলের জন্য ছুটি চেয়েছিলেন। কিন্তু ওই সময় আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সিরিজ আছে, তাই এমন প্রস্তাবে রাজি হয়নি বিসিবি।

তিনি আরও বলেন, ‘মারিওর সঙ্গে আমাদের তিন বছরের চুক্তি ছিল এবং এ সময়ে তার জাতীয় ক্রিকেট দলের সঙ্গে পূর্ণ সময় কাজ করার কথা। তিনি আইপিএলে কাজ করতে চান, কিন্তু আমরা আমাদের পূর্ণ সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত কোনো কোচিং স্টাফকে আইপিএলে কাজ করতে দিতে পারি না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

‘যা বলার বলেছি, সব আপনাদের বলা যাবে না’

‘যা বলার বলেছি, সব আপনাদের বলা যাবে না’

সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

সিরিজ হারলেও সর্বোচ্চ রান তামিমের

আইপিএলের তারিখ চূড়ান্ত, থাকছে কিছু পরিবর্তন

আইপিএলের তারিখ চূড়ান্ত, থাকছে কিছু পরিবর্তন

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি

ধোনিকে টপকে তৃতীয় স্থানে কোহলি