ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০
ফাফ ডু প্লেসিস এখন শুধু একজন খেলোয়াড়

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার সব ফরম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ফাফ ডু প্লেসিস। এর আগে ওয়ানডে দলের দায়িত্ব ছেড়েছেন। এর ফলে তিনি এখন শুধুই একজন খেলোয়াড়। আর তিনিও এটাই চেয়েছেন।

দক্ষিণ আফ্রিকা টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন তিনি। এবার সব ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এ তারকা ব্যাটসম্যান। তবে পরবর্তী প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন।

চলতি বছরের শুরুতে তিনি জানিয়ে দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার জন্য কিছু দেখছেন না।

অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাফ ডু প্লেসিসের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছের কথা টুইট করে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। একাধিক টুইটে তার পুরো বার্তাটিই তুলে দেওয়া হয়েছে।

ডু প্লেসিস লিখেছেন, ‘এটিই সব থেকে কঠিন সিদ্ধান্ত ছিল আমার, কিন্তু আমি কথা দিচ্ছি কুইন্টন, মার্ক ও পুরো দলের পাশে থাকব যাতে নতুন করে দল সাজিয়ে নিতে সুবিধে হয়।’

একমাস আগেই একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছিলেন ডু প্লেসিস। তারপরই ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের হাতে।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ডু প্লেসিস বলেছেন, ‘আমি যখন অধিনায়কত্বের দায়িত্ব তুলে নিয়েছিলাম তাতে আমি পুরো দায়িত্ব পালন করেছি। দলের অধিনায়ক হিসেবে নতুন পথে চালাতে চেষ্টা করেছি দলকে একদল নতুন খেলোয়াড়কে নিয়ে। আমার আশা দলের ক্রিকেটের স্বার্থে এটাই সঠিক সিদ্ধান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘গত বছর ছিল আমার অধিনায়কত্বের সব থেকে চ্যালেঞ্জিং বছর। কারণ মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটেছে যাতে অনেক শক্তি ক্ষয় হয়েছে। নিজের সর্বোচ্চটা দিয়ে আমি সম্মান ও সততার সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ক্রিকেট নতুন যুগে পা রেখেছে। নতুন নেতৃত্ব, নতুন মুখ, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কৌশল। তিন ফরম্যাটেই আমি খেলা চালিয়ে যাব এখন থেকে একজন খেলোয়াড় হিসেবে। এবং আমার অভিজ্ঞতা, সময় নতুন নেতৃত্ব ও দলের জন্য থাকবে।’

২০১২ সাল থেকে দক্ষিণ আফ্রিকাকে মোট ১১২টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসিস।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ডু প্লেসিস-রাবাদা

স্মিথ-ওয়ার্নারের অসম্মান চায় না দক্ষিণ আফ্রিকা

স্মিথ-ওয়ার্নারের অসম্মান চায় না দক্ষিণ আফ্রিকা

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু