ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৯ মার্চ ২০২০
ক্রিকেটারদের জন্য সতর্কবার্তা দিল বিসিবি

ফাইল ছবি

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবির অধীনে স্বীকৃত কোনো টুর্নামেন্ট বা খেলা মাঠে গড়াবে না।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের জন্য সতর্কতামূলক বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিপিএল খেলা যখন শুরু হয়েছে প্রতিটি ক্লাব থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, সতর্কতামূলক। এবং সেই জিনিসগুলো তাদেরকে করতে বলা হয়েছে। এখনও সেই জিনিসগুলোই বলবো তাদেরকে। যেন সবাই সকর্ত থাকে।’

তিনি বলেন, ‘পারত পক্ষে যেন খেলোয়াড়রা বাহিরে না যায় এবং অন্য কারো সংস্পর্শে যেন না যায়। যত কম সম্ভব, আমি বলছি না যে একেবারে লগ ডাউন করে বসে থাকতে হবে। তবে এটা (লগ ডাউন) করতে পারলে ভালো হতো। বাট ওদেরকে (ক্রিকেটার) সাবধানে থাকতে হবে।’

পাপন আরও বলেন, ‘এখন যে পরিস্থিতি ওদেরকে সাবধানে থাকতে হবে। সকলের আগে একটা চিন্তা ছিল, ভয় ছিল; তবে এখন ভয়ের কোন কারণ নেই, এটা হতে হতেই পারে। বাট, যাতে না হয় সে জন্য যতটুকু সতর্ক হওয়া দরকার হতে হবে।’

বিসিবির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, ‘ওটা আপনারা জানতে পারবেন। আসলে পরিস্থিতি প্রতিদিন চেঞ্জ হচ্ছে। সো, এখন একটা জিনিস বলবো, কাল আবার আরেকটা বলবো- সেটা তো হয় না।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি যে, আগে আমরা নিজেরাই সচেতন হব। সেটা করতে গিয়ে আমাদের যা যা করণীয় আমরা করছি। আপাতত লিগ যেটা চলছিল সেটা বন্ধ করা হয়েছে এবং সকলের জন্য একটাই কথা- শুধু প্লেয়ারদের জন্য না। যে, জিনিসটাকে (করোনাভাইরাস) হালকা করে নেওয়ার কোন উপায় নেই। কাজেই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দেশে সবধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

ভাইরাস মোকাবেলায় বিসিবিতে সর্বোচ্চ সতর্কতা

করোনা প্রতিরোধে মুশফিকের সতর্কবার্তা

করোনা প্রতিরোধে মুশফিকের সতর্কবার্তা

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত