বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২১ মার্চ ২০২০
বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত

করোনাভাইরাসের প্রভাবে আতঙ্কিত অবস্থা বিরাজ করছে মানুষের মাঝে। চীনের উহান থেকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে ১৭০টির অধিক দেশে। করোনার প্রকোপে থেমে আছে বিশ্ব ক্রীড়াঙ্গনও। মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে তা স্থগিত করা হলো।

শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম। 

তিনি বলেন, আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে বাংলাদেশ সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাতে চাই। যখন সিরিজ আয়োজনের মত অবস্থায় আসবে তখন আমরা তাদের সাথে আলোচনা করে সিরিজের নতুন তারিখ নির্ধারণ করবো।

তিনি আরও বলেন, আমরা সবসময় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব এবং প্রাসঙ্গিক ক্রীড়া সংস্থা, জনস্বাস্থ্য সংস্থা আর এখানে ও বিদেশের স্টোকহোল্ডারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখব।

এরআগে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে একমাত্র টেস্টটি বাদ দিয়ে তার পরিবর্তে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করা হয়েছিল।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়

‘বন্ধ’ হয়ে গেল বিসিবির কার্যালয়

এবার ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত

এবার ইংল্যান্ডে সবধরনের ক্রিকেট স্থগিত

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ

নিষেধাজ্ঞায় থাকা আকমলের সামনে মহাবিপদ

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি

আইপিএল না হলে ক্ষতি হবে ৩৯০০ কোটি