ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৬ এপ্রিল ২০২০
ক্রিকেটের আয়োজক হতে ইসিবিকে অংশীদার করতে চায় পাকিস্তান

আইসিসির পরবর্তী টুর্নামেন্টগুলো নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থাটি। ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, ৫-৬টি টুর্নামেন্টের আয়োজক হতে তারা আইসিসির কাছে প্রস্তাব দেবে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন হলো আমাদের দেশে আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন হয় না। তবে ভবিষ্যতে আমরা আইসিসির ৫-৬টি টুর্নামেন্ট আয়োজন করতে চাই। এজন্য আইসিসিকে আমরা প্রস্তাব দিবো। আশা করি আইসিসি আমাদের ইচ্ছা বুঝতে সক্ষম হবে।’

পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য দেশের মাটিতে আইসিসির টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন মানি। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য দেশে আইসিসি’র টুর্নামেন্ট আয়োজন করা জরুরি। আমি আশা করি, খুব শীঘ্রই এই বিষয়ে আইসিসির সাথে আমরা আলাপ করতে পারবো এবং সফলও হবো।’

একক ভাবে ছাড়া অন্যান্য দেশের সাথে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজনের কথাও আইসিসিকে জানাবে বলে জানান মানি। তিনি বলেন, ‘একক ভাবে ছাড়াও আরও কিছু টুর্নামেন্ট অন্যান্য দেশের সাথে যৌথ আয়োজন করার পরিকল্পনা আমাদের আছে। তাই আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথেও আলোচনা করেছি আমরা।’

১৯৫২ সালে আইসিসি’র সদস্যপদ লাভ করার পর নিজেদের দেশের মাটিতে মাত্র দু’টি আইসিসির ইভেন্ট আয়োজন করতে পেরেছে পাকিস্তান। প্রথম ১৯৮৭ ও শেষবার ১৯৯৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল তারা। ২০১১ সালে বাংলাদেশ-ভারত ও শ্রীলংকার সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও পাকিস্তান থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেয় আইসিসি।

কারণ ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তানের জঙ্গীবাহিনী। এরপর থেকে পাকিস্তানে খেলতে যায়নি কোন দেশই। গত এক বছরে পাকিস্তান সফর করেছে শ্রীলংকা-জিম্বাবুয়ে ও বাংলাদেশ।



শেয়ার করুন :


আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো আইপিএল

ভাইয়ের সাথে টেস্ট খেলতে চাই : টম কুরান

ভাইয়ের সাথে টেস্ট খেলতে চাই : টম কুরান

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

সে দিন বিধাতা আমার পক্ষে ছিল : সাকলাইন

সে দিন বিধাতা আমার পক্ষে ছিল : সাকলাইন