আগ্রাসী রূপে ফিরতে প্রস্তুত কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৭ মে ২০২০
আগ্রাসী রূপে ফিরতে প্রস্তুত কোহলি

ফাইল ছবি

প্রায় দু’মাস হতে চললো প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। আবারও মাঠে ক্রিকেট ফিরলে, নিজের পুরনো আগ্রাসী রূপ তুলে ধরতে পুরোপুরি প্রস্তুত ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের একটি টিভি শো’তে এক প্রশ্নের জবাবে এমন কথা জানিয়েছেন কোহলি।

কোহলি বলেন, ‘দীর্ঘদিন ধরেই ঘরে বন্দি। ক্রিকেট নিয়ে ভাবনা এখন খুবই কম। তবে এই সময়টায় নিজেকে ইতিবাচক এবং আনন্দে রাখছি। ভবিষ্যত নিয়ে ভাবছি। জীবনে সামনের দিকে কী রয়েছে তাতে জোর দিচ্ছি। যাতে যখনই আমি ক্রিকেটে ফিরতে পারি, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যেন শুরু করতে পারি, এই আত্মবিশ্বাসটাই যেন ধরে রাখতে পারি। আগের মতো খেলতে বা তার চেয়ে আরও ভালো খেলতে আমি তৈরি।’

ব্যাট হাতে বিশ্বের সেরা খেলোয়াড়ের একজন কোহলি। ভারতের ব্যাটিং লাইন-আপের রান মেশিন তিনি। ব্যাটিং করার মানসিকতা যেন সঠিক জায়গায় থাকে, সেদিকে নজর থাকে কোহলির এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আমি ব্যাট করার সময়, আমার মানসিকতাটা যেন সঠিক জায়গায় থাকে, সেদিকেই জোড় দিই। ব্যাটিংয়ে সঠিক মানসিকতা অনেক বেশি জরুরি। মানসিকতা ঠিক থাকলে, নিজের ব্যাটিংয়ের উপর আস্থা রাখা যায়। ভালো ক্রিকেট খেলা যায়। আমি মনে করি, এটি উঠতি ক্রিকেটারদের জন্য খুবই প্রয়োজনীয়।’

ভারত জুড়ে লকডাউন থাকায় দীর্ঘদিন ধরেই ঘরে বন্দি কোহলি। স্ত্রী বলিউড তারকা আনুশকা শর্মার সাথে সময়টা ভালো কাটলেও, বাইরের অনেক কিছুই মিস করলেন কোহলি।

তিনি বলেন, ‘মাঠের সময়টা মিস করছি, ক্রিকেটকে বড্ড মিস করছি। এর মধ্যে আইপিএলও রয়েছে। আইপিএল ভক্ত ও ক্রিকেটারদের মধ্যে দারুন উত্তেজনা সৃস্টি করে, ওই আকর্ষণীয় সময়গুলো মিস করছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

সিপিএলে দলবদল, ৮ ক্যারিবিয়ানকে রিটেনই করলো ত্রিনবাগো

সিপিএলে দলবদল, ৮ ক্যারিবিয়ানকে রিটেনই করলো ত্রিনবাগো

অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত

অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত

তামিম-মুশফিকদেরও দিতে হবে করোনা পরীক্ষা

তামিম-মুশফিকদেরও দিতে হবে করোনা পরীক্ষা