অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৭ মে ২০২০
অস্ট্রেলিয়ার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত

ফাইল ছবি

করোনার ধাক্কায় স্থগিত হলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ইনডোর ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবরে এ ইনডোর ক্রিকেট বিশ্বকাপের আসর বসার কথা ছিল। নতুন সময় অনুযায়ী এখন ২০২১ সালে হবে এ ইনডোর ক্রিকেট বিশ্বকাপ।

বিশ্বজুড়ে আতঙ্ক করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ দেশেই এখন লকডাউন চলছে। ফুলস্টপ পড়েছে খেলাধুলায়। এমনিতেই করোনার কারণে অলিম্পিক, ইউরো কাপ, কোপা আমেরিকার মতো মেগা ইভেন্ট স্থগিত করা হয়েছে। স্থগিত রয়েছে আইপিএলও। জুন পর্যন্ত সমস্ত ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বিশ্বের এ পরিস্তিতে কোনও রকম ঝুঁকি না নিয়ে এবার ইনডোর ক্রিকেট বিশ্বকাপ এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হলো। ১১তম ইনডোর বিশ্বকাপ হবে ২০২১ সালের অক্টোবর মাসে।

বাইশ গজের নিয়মের থেকে এ ইনডোর ক্রিকেটের নিয়ম অনেকটাই আলাদা। এখানে প্রতি দলে আটজন করে খেলোয়াড় থাকেন, আর খেলা হয় ১৬ ওভারে।

ইনডোর ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হওয়ার আগে থেকেই অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সংশয় রয়েছে। তবে এখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করতে চায় না আয়োজক অস্ট্রেলিয়া ও আইসিসি। শেষ পর্যন্ত অপেক্ষা করে হলেও বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকদেরও দিতে হবে করোনা পরীক্ষা

তামিম-মুশফিকদেরও দিতে হবে করোনা পরীক্ষা

টেস্ট র‌্যাংকিংয়ে টাইগারদের শীর্ষে মুশফিক

টেস্ট র‌্যাংকিংয়ে টাইগারদের শীর্ষে মুশফিক

পিসিবি চাইলে আমরা রাজি : আজহার আলী

পিসিবি চাইলে আমরা রাজি : আজহার আলী

হান্ড্রেড টুর্নামেন্টে দল কিনতে চান শাহরুখ

হান্ড্রেড টুর্নামেন্টে দল কিনতে চান শাহরুখ