নিজেদের দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব : করুনারত্নে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ পিএম, ১২ মে ২০২০
নিজেদের দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব : করুনারত্নে

ফাইল ছবি

আইসিসির টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ে শ্রীলংকাকে শীর্ষ চারে দেখতে চান শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। চলতি মাসের শুরুতে র‌্যাংকিং হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি।

সেখানে টেস্টে পঞ্চম, ওয়ানডেতে অষ্টম ও টি-টোয়েন্টিতে সপ্তম স্থানে রয়েছে লঙ্কানরা। কিন্তু র‌্যাংকিং তালিকায় শ্রীলংকার এমন অবস্থানে সন্তুষ্ট নন করুনারত্নে। টেস্টে ও ওয়ানডেতে আরও উন্নতির লক্ষ্য নির্ধারণ করেছেন লঙ্কান অধিনায়ক।

গত ডিসেম্বরে দুই বছরের চুক্তিতে মিকি আর্থারকে জাতীয় কোচ হিসেবে নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন আর্থার। সর্বশেষ পাকিস্তান দলের কোচ ছিলেন তিনি। বিশ্বকাপে দলের বাজে পারফরমেন্সে কারণে আর্থারের সাথে চুক্তি নবায়ন করেনি পাকিস্তান।

জতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর আর্থারের অধীনে দু’টি টেস্ট সিরিজ, একটি ওয়ানডে সিরিজ ও দুু’টি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় শ্রীলঙ্কা। পাকিস্তানের কাছে হারলেও, দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় তারা। তবে দু’টি টি-টোয়েন্টি সিরিজই হারে শ্রীলঙ্কা।

তাই এই সিরিজগুলো দিয়ে আর্থারের সাথে কাজ করার সুযোগ হয়েছে অধিনায়ক করুনারত্নের। তাতে আর্থারকে চেনার সুযোগ মিলেছে তার। তাই আর্থারের প্রশংসা করে করুনারত্নে বলেন, ‘আর্থার খুবই ঠান্ডার প্রকৃতির। তার অভিজ্ঞতা একটি ব্র্যান্ড।’

আর্থারের সাথে রসায়নটা জমিয়ে শ্রীলংকা দলকে র‌্যাংকিংয়ে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করেন করুনারত্নে, ‘এখন আমাদের মূল লক্ষ্য র‌্যাংকিং। র‌্যাংকিংয়ে উন্নতি করাই আমাদের প্রথম ও একমাত্র লক্ষ্য। টেস্ট ও ওয়ানডেতে র‌্যাংকিংয়ে উন্নতি করতে চাই আমরা। এই দু’ফরম্যাটে শীর্ষ চারের মধ্যে থাকতে চাই আমরা।’

তিনি আরও বলেন, ‘পরোক্ষভাবে এটিকে সেমিফাইনাল বুঝায়, সম্ভবত শিরোপা থেকে দুই ধাপ দূরে থাকা। সেক্ষেত্রে নিজেদের দিনে ভালো করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’

বর্তমান দলের ভবিষ্যত নিয়ে ইতিবাচক করুনারত্নে। তিনি বলেন, ‘খেলোয়াড়রা তাদের খেলা উপভোগ করছে, যা আমার কাজকে সহজ করে দিয়েছে। আপনি যা করতে চান, তা যদি পছন্দ করেন এবং তা করার পরিবেশ অনুকূলে থাকে, এই পর্যায়ের খেলাধুলায় ভারসাম্য অনেক বেশি উপকারী হয়ে উঠে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা দেখছেন পিটারসেন

দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজনের সুবিধা দেখছেন পিটারসেন

ক্লুজনারদের বেতন কর্তন করছে এসিবি

ক্লুজনারদের বেতন কর্তন করছে এসিবি

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু

মোস্তাফিজ আবিষ্কারের নেপথ্যে ছিলেন সুজন-হাথুরু