অধিনায়কত্বে ধোনিকে অনুপ্রেরণা মানছেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ জুন ২০২০
অধিনায়কত্বে ধোনিকে অনুপ্রেরণা মানছেন কোহলি

ফাইল ছবি

ভারতের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পরে অধিনায়কের মতো গুরুদায়িত্ব পান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কোনও মন্ত্রবলে নয় বরং এই গুরুদায়িত্ব পাওয়ার নেপথ্যে রয়েছে ধোনিকে কাছ থেকে দেখা, শিক্ষাগ্রহণ এবং আস্থা অর্জনের মতো ব্যাপার। সতীর্থ অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে এ কথা বললেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শনিবার (২৯ মে) সতীর্থ অশ্বিনের সঙ্গে আড্ডা দিতে গিয়ে তার অধিনায়ক হিসেবে উত্তরণের কারণ হিসেবে বিরাট তুলে ধরেন টানা ছয়-সাত বছর খুব কাছ থেকে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পর্যবেক্ষণ করার ঘটনা। এ ছাড়াও, দায়িত্ব পেয়ে তা সফল ভাবে সামলানোর ব্যাপারটিও এ ক্ষেত্রে তাকে নেতৃত্ব পেতে সাহায্য করেছে বলে মত বিরাটের।

কোহলি বলেন, ‍‘ধোনির খুব কাছে থাকতে পারাটাই অধিনায়ক হিসেবে উত্তরণের বড় কারণ। এর ফলে অনেক কিছু শিখেছি। যা চোখে পড়েছিল অনেকেরই। ব্যাপারটা এ রকম নয় যে ধোনি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পরে নির্বাচকেরা বলে দিলেন, এ বার তুমি অধিনায়ক।’

তিনি আরও যোগ করেন, ‍‘আগের অধিনায়ক অনেক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত। সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলে, পরবর্তী নেতা এই ছেলেটিই। আমার অধিনায়ক হওয়ার পিছনে তারও অনেক ভূমিকা রয়েছে। আর এই বিশ্বাসটা তৈরি হয়েছিল টানা ছয়-সাত বছরে। রাতারাতি একেবারেই নয়।’

পাশাপাশি, প্রথম স্লিপে দাঁড়িয়ে ধোনির মগজাস্ত্রের প্রয়োগ শেখার ব্যাপারটিকেও উল্লেখ করছেন বিরাট। তিনি বলেন, ‍‘‍উত্তরণের ব্যাপারটি ভাল ভাবে ঘটতে শুরু করে যখন প্রথম স্লিপে দাঁড়াতে শুরু করলাম। ফলে খেলার মাঝে অধিনায়কের সঙ্গে মত বিনিময়ের দরজাটাও খুলে গিয়েছিল। কারণ, তখন আগের অধিনায়কের কানের কাছেই থাকতাম আমি।’

তিনি আরও বলেন, ‍‘অধিনায়কের পাশে দাঁড়িয়ে আমি বলেই যেতাম, এটা করতে পারতে, ওটা করতে পারতে। কোনও কঠিন পরিস্থিতিতে কী ভাবছি, এসব। কিছু মত বাতিল হত। কিন্তু অনেক বিষয়ই আলোচনা হত। ফলে আমার প্রতি ধোনির আস্থাটা তৈরি হয়েছিল যে, ওর পরে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে পারব।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আউটডোর অনুশীলন করে তোপের মুখে শার্দুল

আউটডোর অনুশীলন করে তোপের মুখে শার্দুল

সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

সোমবার থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ক্রিকেট আরও শক্তিশালী হয়ে ফিরবে : সৌরভ

ক্রিকেট আরও শক্তিশালী হয়ে ফিরবে : সৌরভ

৫০ শতাংশ বেতন কমালো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

৫০ শতাংশ বেতন কমালো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ