১৩৭তম ক্রিকেটার হিসেবে ইয়াসির রাব্বির মাথায় ওয়ানডে ক্যাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
১৩৭তম ক্রিকেটার হিসেবে ইয়াসির রাব্বির মাথায় ওয়ানডে ক্যাপ

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্যে জয় পেয়েছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমত শাহিদী।

বন্দর নগরী চট্টগ্রামের এ ম্যাচ দিয়ে ১৩৭তম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্যাপ পড়েছেন ইয়াসির আলি রাব্বি। বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হয়েছে সিরিজের প্রথম ওয়ানডে।

২০২৩ বিশ্বকাপের টিকিট পেতে পয়েন্ট অর্জন করে আরও এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে ইয়াসির আলি রাব্বির। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ১৩৭তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যাট মাথায় পড়েছেন তিনি।

এর আগে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে এই সাগরিকাতেই নিজের অভিষেক টেস্ট খেলেছিলেন ইয়াসির আলি রাব্বি। যদিও সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান তিনি। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৭৭ ম্যাচ খেলে ৩৪ দশমিক ৭৭ গড়ে করেছেন ১৮৭৮ রান। ১১ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন দুই সেঞ্চুরি। দীর্ঘদিন জাতীয় দলের থাকার পর নিজের আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এমনকি ঘরের মাঠেই নিজের অভিষেক টেস্ট এবং ওয়ানডে খেললেন ইয়াসির আলি রাব্বি।

স্পোর্টসমেইল২৪/আরএস/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত, ভয় পেয়েছিলেন রাব্বি

ইয়াসির রাব্বিকে গালি দিয়ে শাস্তি পেলেন জেমিসন

ইয়াসির রাব্বিকে গালি দিয়ে শাস্তি পেলেন জেমিসন

দীর্ঘ অপেক্ষার অভিষেকে ব্যর্থ ইয়াসির রাব্বি

দীর্ঘ অপেক্ষার অভিষেকে ব্যর্থ ইয়াসির রাব্বি

আমি যেখানে আছি, অনেকের কাছে এটাই স্বপ্ন : রাব্বি

আমি যেখানে আছি, অনেকের কাছে এটাই স্বপ্ন : রাব্বি