টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ০১ মার্চ ২০২৩
টস জিতে ব্যাটিং বেছে নিলো বাংলাদেশ

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায় তামিম ইকবাল। বিপরীতে টস হেরে প্রথমে বোলিং করছে সফররত ইংল্যান্ড দল।

ইংল্যান্ডের ক্রিকেটের আক্রমণাত্মক ব্র্যান্ডকে আমলে না নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থ্রি লায়ন্সের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে থাকতে জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, “প্রথম লক্ষ্যই হলো সিরিজ জয়। আমরা সর্বশেষ পাঁচ বা ছয়টি সিরিজের সবগুলোতেই জিতেছি। ইংল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাস আমাদের আছে।”

২০১৫ সালের পর একমাত্র দল হিসেবে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে ঘরের মাঠে বাংলাদেশ যে ভয়ঙ্কর দল সেটি ইংল্যান্ডও বেশ ভালোভাবেই জানে।

বাংলাদেশের নিচু ও ধীর গতির উইকেট বিশ্বের যেকোন দলের জন্যই কঠিন। ভারতের মতো দলও এমন সমস্যায় পড়েছিল। ২০১৫ সাল থেকে এখানে দু’বার খেলে দু’টি ওয়ানডে সিরিজই হেরেছে টিম ইন্ডিয়া।

ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার বলেছেন, “আমরা জানি এখানকার কন্ডিশন আমাদের জন্য কঠিন হবে, তবে আমরা ঠিক এটিই চাই। এটি এমন একটি চ্যালেঞ্জ, দল হিসাবে কঠিন কন্ডিশনে নিজেদেরকে পরীক্ষা করতে চাই।”

এখন পর্যন্ত ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের জয় চারটিতে এবং ইংল্যান্ডের জয় ১৭টিতে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিঞ্চ, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

ফাল্গুনে মিরপুরে চৈত্রের উত্তাপ ছড়ানোর অপেক্ষা

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

‘বাংলাদেশ ফেভারিট, আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

২’শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ