টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২৮ জুলাই ২০১৮
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ফটো

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি আজও টস জিতেছেন। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং করলেও আজ শনিবার (সিরিজের তৃতীয় ম্যাচ) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ একাদশে আজও কোন পরিবর্তন আনা হয়নি। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন মাশরাফি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।

টেস্ট সিরিজের হেরে গেলেও বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করে এক দাপুটে জয় দিয়ে। স্লো টার্নিং পিচে তামিম-সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৭৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। জবাবে মাশরাফি বিন মর্তুজার বোলিং তোপে ক্যারিবীয়রা অলআউট ৯ উইকেটে ২৩১ রানের বেশি এগোতে পারেনি। বাংলাদেশ জয় পায় ৪৮ রানে।

তবে দ্বিতীয় ম্যাচের তীরে গিয়ে তরী ডুবে বাংলাদেশের। ইনিংসের ৩ বল বাকি থাকতে ক্যারিবীয়রা অলআউট হয় ২৭১ রানে। জবাবে ব্যট করতে নেমে জয়ের বন্দরের কাছে চলে যায় টাইগাররা। কিন্তু শেষ ওভারের প্রথম বলে মুশফিক বাউন্ডারিতে ধরা পড়লে বদলে যায় ম্যাচের চিত্র। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় মাশরাফি বাহিনী।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ
জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ইভিন লুইস, শায়ে হোপ, কিওন পাওয়েল, শিমরন হ্যাটমিয়ার, রভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমো পল, অ্যাশলে নার্স, শেল্ডন ক্যাট্রেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

১১ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-সাকিব

অঘোষিত ফাইনালে কে হাসবে শেষ হাসি?

অঘোষিত ফাইনালে কে হাসবে শেষ হাসি?

শেষ সুযোগ কাজে লাগাতে চান টাইগাররা

শেষ সুযোগ কাজে লাগাতে চান টাইগাররা