বিতর্ক ছাপিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩
বিতর্ক ছাপিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ

তামিম ইকবালকে দলে না নেওয়া নিয়ে দেশে এখনো চলছে নানা আলোচনা। তবে দেশের আলোচনার বিপরীতে ভারতের মাটিতে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঢাকার সময় শুক্রবার দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়ার ঘটনা দেশের ক্রিকেটে এখন মূল আলোচনা। বিশ্বকাপদলে সুযোগ না পেয়ে টিম ম্যানেজমেন্ট এবং বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তামিম। তবে বেসরকারি টিভি চ্যানেলে সাকিব আল হাসানের একান্ত সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর আলোচনাটি আরও বেশি ডালপালা মেলেছে।

তামিমের মনোভাবকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন অধিনায়ক সাকিব। দলের প্রয়োজনে যেকোন পজিশনে তামিমের না খেলার ইচ্ছায় অসন্তুষ্ট সাকিব। দেশের সবচেয়ে বড় দুই তারকার দ্বন্দ স্বাভাবিকভাবেই পুরো দেশকে বিভক্ত করেছে। এমন সব বির্তকের আড়ালে বাংলাদেশের বাজে পারফরমেন্স ঢাকা পড়েছে।

এ জটিল অবস্থার মধ্যে ভারতে পৌঁছে একদিনের বিশ্রাম শেষে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভারতের গুয়াহাটিতে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে সাকিবরা। একই স্টেডিয়ামে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ বিশ্বকপ দল।

বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেছে, অনুশীলন পর্ব শুরুর আগে অধিনায়ক সাকিব আল হাসান খেলোয়াড়দের ব্রিফ করছেন, যেটা কখনো খুব বেশি দেখা যায় না। তবে দেশের ক্রিকেটের চলমান পরিস্থির প্রেক্ষাপটে এ সংক্ষিপ্ত ব্রিফটি অপরিহার্য্য এবং স্বাভাবিক বলেই মনে হচ্ছে।

শ্রীলঙ্কার পর ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের মূল ম্যাচ খেলা আগে দুটি ম্যাচেই জয়ী হতে চাইবে সাকিবরা। দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।


শেয়ার করুন :