নেদারল্যান্ডসের টস জয়, ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ২৮ অক্টোবর ২০২৩
নেদারল্যান্ডসের টস জয়, ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ফলে আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ। ধেমটির বিপক্ষে এর আগে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের।

নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচ থেকে নাসুম আহমেদ ও হাসান মাহমুদকে বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ এবং মাহেদী হাসান।

বাংলাদেশের ন্যায় নেদারল্যান্ডসের একাদশেও দুটি পরিবর্তন আনা হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিং নেওংয়ার বিষয়ে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‍“উইকেট ভালো, আশা করি, আমরা দ্রুত স্কোর করতে পারবো। আমরা নিজেদের উপর উচ্চ প্রত্যাশা রেখেছি। কারণ, সর্বশেষ ম্যাচ ছাড়া বাকিগুলোতে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি।”

টসের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেন, “আমাদের ব্যাটিং ও বোলিংয়ে ভালো করতে হবে, বিশেষ করে পাওয়ার প্লেতে। যদি আমরা তা করতে পারি, তাহলে ম্যাচ আমাদের পক্ষে থাকবে।”

কলকাতার দর্শক নিজেদের পক্ষে থাকবে বলেও আশা প্রকাশ করেন সাকিব। বলেন, “এখানে গ্যালারিতে আমরা অনেক বাংলাদেশিকে পাব। যারা ভ্রমণ করে এখানে খেলা দেখতে এসেছেন। এছাড়া কলকাতা এবং আমরা একই ভাষায় কথা বলি, একই সংস্কৃতি রয়েছে।”

নেদারল্যান্ডসের বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটি জয় ও একটি হার রয়েছে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন আকারম্যান, শারিজ আহমাদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সাইব্রান্ড এঙ্গেলব্রেশট, বাস ডে লেডে, পল ফন মেকেরেন, মাক্স ও'ডাওড, ভিক্রাম সিং।



শেয়ার করুন :