ভারতকে হারালেই ফাইনালে উঠবে টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩
ভারতকে হারালেই ফাইনালে উঠবে টাইগার যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সেমি-ফাইনালে পা রেখেছে বাংলাদেশের যুবারা। এবার ফাইনালে যাওয়ার পথে সামনে পড়েছে ভারত। আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভিারতকে হারাতে পারলেই ফাইনালে পা রাখবে টাইগার যুবারা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ফলে আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে প্রথমে ব্যাট করছে ভারতীয় যুবারা। এ ম্যাচে জিতলেই ফাইনালে পা রাখবে টাইগার যুবারা।

এর আগে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা এবং জাপান। বাংলাদেশ ছাড়া ‌‘বি' গ্রুপ থেকে সেমি-ফাইনালে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বাকি দুই দল জাপান এবং শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।

এদিকে, একই দিন বাংলাদেশের ম্যাচের আগে আসরের প্রথম সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুটি ম্যাচের জয়ী দুই দল শিরোপার জন্য লড়াই করবে ফাইনাল ম্যাচে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর।

বাংলাদেশ একাদশ
আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুর মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌল্লা বর্ষণ ও মারুফ মৃধা।

ভারত একাদশ
আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, প্রিয়ানসু মলিয়া, উদয় শাহারান (অধিনায়ক), মুশের খান, শচিন দাস, অ্যারাভেলি অ্যাভানিস (উইকেটরক্ষক), মুরুগান আবিশেক, সৌমি পান্ডে, রাজ লিমবানি ও নামান তিওয়ারি।



শেয়ার করুন :