মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ পিএম, ২১ নভেম্বর ২০১৮
মাশরাফি খেলবে বিশ্বাস পাপনের, তবে নিশ্চয়তা নেই

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে নির্বাচনী ব্যস্ততার মধ্যে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে অধিনায়ক মাশরাফির খেলা নিয়ে সেই শঙ্কায় কিছুটা কাটালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বললেন, তিনি বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব ম্যাচই খেলবেন মাশরাফি।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেলেন পাপন। বলেছিলেন, মাশরাফির সঙ্গে কথা বলেই তার খেলার বিষয়টি ঠিক করবেন।

মঙ্গলবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে পাকিস্তানের লাহোর থেকে দেশে ফেরার পর মাশরাফির খেলার বিষয়ে তিনি বলেন, ‘আমার জানা মতে এবং ওর (মাশরাফি) সঙ্গেও আমার যে কথা হয়েছে, ওর যখন খেলা থাকে ও খেলবে। ওর কাছে এখনো অগ্রাধিকার হচ্ছে ক্রিকেট। এবং আমাদের কাছেও।’

আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১২ ও ১৪ ডিসেম্বর। বিশ্বকাপের পর অবসর নিলেও দেশের মাঠে মাশরাফির এটিই শেষ সিরিজ।

নির্বাচনের প্রচারণার বিষয়ে বিসিবি প্রধান, ‘আগে থেকে এই যে আমি বলে দিচ্ছি না, এটা যে (নির্বাচনের তারিখ) হুবহু হবে এমন তো ঠিক নেই। তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, মাশরাফি সবগুলো খেলা খেলবে। ওর যে কটা খেলা আছে, সে ক’টা খেলবে। এটা হলো আমাদের ইচ্ছা এবং বিশ্বাস। তারপর কী হয় সামনে দেখা যাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন মাশরাফি

বিশ্বকাপের পর অবসরে যেতে পারেন মাশরাফি

উইন্ডিজ সিরিজে ‘খেলবেন না’ মাশরাফি

উইন্ডিজ সিরিজে ‘খেলবেন না’ মাশরাফি

রাজনীতির মাশরাফিকে নিয়ে বিতর্ক কেন?

রাজনীতির মাশরাফিকে নিয়ে বিতর্ক কেন?

শুভকামনা মাশরা‌ফি, ভক্তদের জন্য সম‌বেদনা

শুভকামনা মাশরা‌ফি, ভক্তদের জন্য সম‌বেদনা