পাকিস্তানের অংশগ্রহণে এশিয়া কাপ আয়োজনে ভারতের অস্বীকৃতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭
পাকিস্তানের অংশগ্রহণে এশিয়া কাপ আয়োজনে ভারতের অস্বীকৃতি

২০১৮ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে ভারত। কারণ হিসেবে বলা হচ্ছে পাকিস্তানের অংশগ্রহণ! দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানকে আতিথেয়তা দিতে চায়নি বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজেদের সিদ্ধান্ত বিসিসিআই ইতোমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়েও দিয়েছে ভারত।

বিসিসিআই ভারতীয় দলের আগামী চার বছরের সূচি ঘোষণা করেছিল, যার মধ্যে পাকিস্তানের সঙ্গে কোনো সিরিজ ছিল না। তবে সরকারের কাছ থেকে অনুমোদন পেলে বিসিসিআই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

২০১২ সালে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল ভারত। তার পর থেকে ইন্দো-পাক সিরিজ আয়োজনের অনুমতি দেয়া থেকে বিরত আছে ভারত। এ সময়ে পার্শ্ববর্তী দেশ দুটি কেবলমাত্র আইসিসি ইভেন্টে অংশ নিচ্ছে।

ভারত ও পাকিস্তানর ক্রিকেট বোর্ড এর আগে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি অনুযায়ী ২০১৪-১৫ সালে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। কিন্তু সে চুক্তি অনুসারে সিরিজ খেলতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। যা প্রেক্ষিতে গত মাসে ভারতীয় বোর্ডের কাছে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপুরণ চেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে পাকিস্তান বোর্ড।

পাকিস্তানকে আতিথেয়তা দিতে রাজি না হওয়ায় অনূর্ধ-১৯ এশিয়া কাপ আয়োজনের সুযোগও হারিয়েছিল ভারত। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী বছর এশিয়া কাপের আয়োজন নিয়ে অনিশ্চিয়তার মুখে পড়লো।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘কেন্দ্র থেকে যেহেতু পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে আমন্ত্রণ জানানোর অনুমতি পাওয়া যায়নি, সিনিয়রদের ক্ষেত্রেও মনে হয় না এটা সম্ভব হবে।’

এছাড়া ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও আপত্তি জানিয়েছে। ভারতের পরিবর্তে অন্য কোন নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছে পিসিবি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাঁধলেন দুটি মন এক সুতয়

বাঁধলেন দুটি মন এক সুতয়

অভিষেক টেস্টে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত

অভিষেক টেস্টে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত

শ্রীলঙ্কার কাছে ভারতের লজ্জার হার

শ্রীলঙ্কার কাছে ভারতের লজ্জার হার

টি-টুয়েন্টিতে ফিরলেন মালিঙ্গা-মেন্ডিস

টি-টুয়েন্টিতে ফিরলেন মালিঙ্গা-মেন্ডিস