ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
ম্যাশের ২০০তম ম্যাচে দুর্দান্ত বোলিং

ফাইল ছবি

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম আন্তর্জাতিক ওয়ানডে খেলছেন মারশাফি। কিন্তু তিনি এটিকে আলাদাভাবে গুরুত্বপূর্ণও ভাবছেন না, ভাবছে দলকে সেরা দেওয়ার জন্য। যেমন ভাবনা, তেমনি দিয়ে প্রমাণ করে দিলে মাশরাফি।

মিরপুরে ওয়েস্ট উইন্ডিজের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে করেছেন। নিয়েছে গুরুত্বপূর্ণ তিন উইকেট। মারশাফিসহ দলের অন্যান্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবিয়রা মাত্র ১৯৫ রানেই গুটিয়ে গেছে।

এদিন, দুই দুইবার জীবন পার ড্যারেন ব্রাভো। প্রথমে ১৩ রানে, পড়ে ১৮ রানে। তবে তৃতীয়বারে তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবশ্য তাতে দারুণ কৃতিত্ব আছে তামিম ইকবালের। ইনজুরি থেকে ফিরে আসা এ খেলোয়াড় লংঅফ থেকে অনেকটা দৌড়ে এক্সট্রা কভারে দারুণ এক ক্যাচ লুফে নিয়েছেন।

৫১ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেছেন ব্রাভো। এরপর দলকে এক পাশ আগলে রাখা শেই হোপকে আউক করেন ম্যাশ। শোপ ৪৩ রানে সাজঘরে ফিরেন। এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৪ রানে ফেরান ম্যাশ।

ওয়েস্ট উন্ডিজের বিরুদ্ধে মাশরাফি ছাড়াও বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজ ৩টি এবং সাকিব, রুবেল ও মেহেদি একটি করে উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ১৯৬ রানের গুটিয়ে দিল টাইগাররা

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

টাইগারদের বোলিং তোপে চাপে ওয়েস্ট ইন্ডিজ

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের