হঠাৎ সরে দাঁড়ালেন স্যামুয়েলস-নারাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭
হঠাৎ সরে দাঁড়ালেন স্যামুয়েলস-নারাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস ও স্পিনার সুনীল নারাইন।

ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না স্যামুয়েলস। আর ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নারাইন। ওয়ানডে দলে না থাকলেও নারাইন শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন।

স্যামুয়েলসের জাগয়ায় টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান চাঁদউইক ওয়াল্টন সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে। আর টি-টোয়েন্টিতে স্যামুয়েলসের জায়গা নিয়েছেন শাই হোপ।

এছাড়া টি-টোয়েন্টিতে নারাইনের পরিবর্তে ডাক পেয়েছেন অফ-স্পিনার অ্যাশলে নার্স। এ ছাড়া পিঠের সমস্যায় দল থেকে বাদ পড়েছেন পেসার আলজারি জোসেফ। তার জায়গায় খেলবেন বাঁ-হাতি পেসার শেলডন কটরেল।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
জেসন হোল্ডার (অধিনায়ক), জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, রনসফোর্ড বিটন, শাই হোপ (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, চাঁদউইক ওয়াল্টন, শেলডন কটরেল, এভিন লুইস, নিকিতা মিলার, অ্যাশলে নার্স, কেসরিক উইলিয়ামস, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল হোপ ও ক্রিস গেইল।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড
কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রনসফোর্ড বিটন, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, শাই হোপ, জেরম টেলর, চাঁদউইক ওয়ালটন, কেসরিক উইরিয়ামস, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার ও ক্রিস গেইল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিজয় দিবসে সাবেক তারকাদের মিলনমেলা

বিজয় দিবসে সাবেক তারকাদের মিলনমেলা

লারা-পিটারকে পেছনে ফেললেন স্মিথ

লারা-পিটারকে পেছনে ফেললেন স্মিথ

স্মিথের ডাবল সেঞ্চুরি : পার্থ টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট

স্মিথের ডাবল সেঞ্চুরি : পার্থ টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়