বছর শুরুর সাফল্য ধরে রাখতে চায় ভারত ও নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯
বছর শুরুর সাফল্য ধরে রাখতে চায় ভারত ও নিউজিল্যান্ড

ফাইল ছবি

চলতি বছরের শুরুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। দ্বিপাক্ষিক সে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ও শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ড জয়ী হয়েছে। তাই বছরের শুরুতে পাওয়া সাফল্য ধরে রাখার মিশন নিয়ে এবার পাঁচ ম্যাচের ওয়ানডে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। নেপিয়ামে আগামী ২৩ জানুয়ারি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।

বছরের শুরুতে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। । অর্থাৎ সিরিজ জয় দিয়েই নতুন বছর শুরু করে কিউইরা।

নিউজিল্যান্ডের মত বছরের শুরুতে ওয়ানডে সিরিজ খেলে ভারতও। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী হিসেবে। সিরিজের প্রথম ম্যাচ হারলেও, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে জিতে অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। অর্থাৎ ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বিরাট কোহলির দল।

তাই বছরের শুরুতে ওয়ানডে সিরিজে পাওয়া সাফল্য নিয়ে এবার একে অপরের মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। যার ধারাবাহিকতা আসন্ন সিরিজেও ধরে রাখতে উদগ্রীব দু’দল। এমনটাই বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ‘অস্ট্রেলিয়ায় দারুণ এক সময় আমরা পার করলাম। এই সফরটি অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া বড় সাফল্য নিয়ে এবর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই আমাদের। নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলাটা সবসময়ই কঠিন। তবে আমাদের বর্তমান দলটি অনেক বেশি সর্তক নিজেদের পারফরমেন্সের ব্যাপারে। সব সময়ই জয়ের ক্ষুধায় থাকে ছেলেরা। ঠিক তেমনি নিউজিল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিততে চাই আমরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দল।’

সিরিজ জয়ের লক্ষ্যের কথা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘বছরের শুরুটা দারুণ হয়েছে। শ্রীলংকাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছি। এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ভারতের বিপক্ষে ভালো খেলতে আমরা অনুপ্রাণিত হচ্ছি। তবে ভারত ওয়ানডেতে ভালো দল। এমন দলের বিপক্ষে ভাল করতে হলে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করে ভালো ফল অর্জন করার জন্য আমরা প্রস্তুত।’

নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত মাত্র একবার ওয়ানডে সিরিজ জিততে পেরেছে ভারত। ২০০৯ সালে সর্বপ্রথম ও সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ জয় করে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে ভারত। এরপর ২০১৪ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।

ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, খলিল আহমেদ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, বিজয় শঙ্কর ও শুভমান গিল।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাফল্য ধরে রাখতে চায় ঢাকা, একই লক্ষ্য চিটাগংয়ের

সাফল্য ধরে রাখতে চায় ঢাকা, একই লক্ষ্য চিটাগংয়ের

ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

ধোনির প্রশংসায় কোচ ও সাবেকরা

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

প্রাইজ মানি না থাকায় ক্ষুব্ধ গাভাস্কার

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত

টেস্টের পর ওয়ানডেতেও ইতিহাস গড়লো ভারত