সরফরাজের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
সরফরাজের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান

ফাইল ছবি

সম্প্রতি বর্ণবাদ ও এশিয়া কাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের মিলিত প্রভাবে তোপের মুখে পড়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। যে কোনও সময় তার নেতৃত্ব চলে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কয়েক দিন ধরে। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরফরাজের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আন্দিলে ফেলুকোয়ায়োকে কালো বলে শাস্তি হিসেবে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন সরফরাজ। পিসিবির সভাপতি এহসান মানি অবশ্য এই ঘটনার পর সরফরাজের ঢাল হয়েই কথা বললেন তার বিচার প্রক্রিয়ার ত্রুটি তুলে ধরে, ‘মনে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় কাণ্ডজ্ঞানের সঠিক প্রয়োগটা এখানে হয়নি।’

এই কথার পর সরফরাজের ভবিষ্যৎ নিয়ে বোর্ডের সিদ্ধান্তও জানিয়ে দেন তিনি, ‘সরফরাজকে ঘিরেই বিশ্বকাপের পুরো প্রস্তুতি চলছে। সে নিজেকে কৌশলী, নেতা ও পারফর্মার হিসেবে প্রমাণ করেছে। তার নেতৃত্ব চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতিয়েছে, টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও দলকে শীর্ষে পৌঁছে দিয়েছে।’

অবশ্য মানি আরও জানিয়েছেন, সরফরাজের অবস্থা ভবিষ্যতে কী হবে সেটা জানা যাবে বিশ্বকাপের পর।


শেয়ার করুন :


আরও পড়ুন

সরফরাজ নিষিদ্ধ, পিসিবির সমালোচনায় ওয়াসিম আকরাম

সরফরাজ নিষিদ্ধ, পিসিবির সমালোচনায় ওয়াসিম আকরাম

সরফরাজের নিষেধাজ্ঞায় পিসিবির ক্ষোভ

সরফরাজের নিষেধাজ্ঞায় পিসিবির ক্ষোভ

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান

নিষিদ্ধ সরফরাজবিহীন ম্যাচে জয় পেলো পাকিস্তান