মান রক্ষার ম্যাচে ভালো খেলার আশা মাশরাফির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
মান রক্ষার ম্যাচে ভালো খেলার আশা মাশরাফির

ফাইল ছবি

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। মান রক্ষার ম্যাচে ভালো খেলার আশা করছেন অধিনায়ক মাশরফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘‘আমি যতটুকু জানি ডানেডিনের উইকেট ব্যাট করার জন্য খুব ভালো। এখানে আমরা টেস্ট খেলেছি আগে। এখানে কঠিন হলেও সেটা করা সম্ভব। আশা করছি কাল (বুধবার) ভাল খেলতে পারব।’’

তিনি আরো বলেন, ‘‘আমার মনে হয় এখানে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ৩৪০ রান তাড়া করে জিতে গিয়েছিল ৪৫ ওভারেই (৩৩৫ রান তাড়া করে জেতে ৫০ ওভারে) । আশা করছি দারুণ ব্যাটিং উইকেট হবে। এটা মাথায় রেখে ভালো পরিকল্পনা করব।’’

বুধবার ভোর ৪টায় সিরিজের শেষ ওয়ানডেতে ডানেডিনে মুখোমুখি হবে এ দু’দল। বাংলাদেশের লক্ষ থাকবে হোয়াইটওয়াশ এড়ানো। আর নিউজিল্যান্ড চাইবে শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ ৩-০তে ঘরে তুলতে।

কিউই পেসারদের বিপক্ষে যা কিছু প্রতিরোধ তা শুধু মোহাম্মদ মিঠুনই করেছেন ৬২ ও ৫৭ রানের ইনিংস খেলে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইনজুরিতে পড়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুশ্চিন্তা বাড়িয়েছেন বাংলাদেশ শিবিরে। অভিজ্ঞ মুশফিকুর রহিমও পাঁজরে চোট পেয়েছেন।

সবমিলিয়ে শেষ ম্যাচে একাদশ সাজানোটাই এখন টিম ম্যানেজম্যান্টের বড় দুশ্চিন্তার কারণ। তার উপর যোগ হয়েছে বাড়তি সমস্যা। সিরিয়াল না পাওয়ায় এখনো পর্যন্ত মুশফিক-মিথুনের স্ক্যানই করানো সম্ভব হয়নি।

বাংলাদেশে সাধারণত দ্রুতই স্ক্যান করানো সম্ভব হয়। কিন্তু নিউজিল্যান্ডে ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে ডাক্তার দেখাতে বেশ ঝামেলাই পোহাতে হয়। স্ক্যান করাতে হলে অনেক আগে থেকে সিরিয়াল দিতে হয়! আগেরদিনই মুশফিক-মিথুনের স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু সিরিয়াল না পাওয়ায় তা আর করা হয়নি।

টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে শেষ ওয়ানডের দিকেই তাকিয়ে মাশরাফির দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ

মাহমুদউল্লাহ ও বোল্টকে আইসিসির শাস্তি

মাহমুদউল্লাহ ও বোল্টকে আইসিসির শাস্তি

শেষ ম্যাচের আগে ইনজুরিতে মুশফিক-মিঠুন

শেষ ম্যাচের আগে ইনজুরিতে মুশফিক-মিঠুন

বাংলাদেশের বিপক্ষে গাপটিলের সর্বোচ্চ সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে গাপটিলের সর্বোচ্চ সেঞ্চুরি