ঢাকায় লঙ্কান ক্রিকেটাদের নিয়ে ব্যস্ত হাথুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ এএম, ১৫ জানুয়ারি ২০১৮
ঢাকায় লঙ্কান ক্রিকেটাদের নিয়ে ব্যস্ত হাথুরু

ত্রিদেশীয় ও দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় এসেছে গতকাল শনিবার। স্বাগতিক বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার অংশগ্রহণে আগামীকাল (১৫ জানুয়ারি) থেকে শুরু হবে এ সিরিজর। এদিকে ঢাকায় এসেই নিজেদের শরীর গরম করায় ব্যস্ত হয়ে পড়েছেন হুথুরুর শিষ্যরা।

সকাল ১১টা পেরিয়ে যাওয়ার পরও ঘন কুয়াশায় ঢেকে আছে ঢাকা শহর। এর মধ্যে মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে যেন একটু বেশিই কুয়াশা। তাতে কী, এর মধ্যেই লঙ্কান ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন।

সদ্য পদত্যাগ করা হাথুরু গত চার বছর বাংলাদেশের হেড কোচ ছিলেন। সেই হাথুরুই এবার ব্যস্ত নতুন দল শ্রীলঙ্কাকে নিয়ে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়াম লাগোয়া বিসিবি একাডেমির পশ্চিম-উত্তর কোনায় নেট অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি। তার সময়ে আরেক লঙ্কান ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। সেই সামারাভিরাও ব্যস্ত নেটে ব্যাটসম্যানদের পাখির চোখে পরখ করতে।

কাল মিরপুরের শেরে-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।শ্রীলঙ্কার প্রথম খেলা ১৭ জানুয়ারি। ওইদিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে শ্রীলঙ্কা। ১৯ জানুয়ারি হাথুরুর বর্তমান শিষ্যদের প্রতিপক্ষ সাবেক শিষ্য মাশরাফিরা।

২১ জানুয়ারি তৃতীয় ম্যাচে আবার জিম্বাবুয়ের মোকাবেলা করবে লঙ্কানরা। ২৫ জানুয়ারি ফের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজ অস্তিত্বের লড়াই : পাপন

ত্রিদেশীয় সিরিজ অস্তিত্বের লড়াই : পাপন

ঢাকায় পৌঁছলো জিম্বাবুয়ে

ঢাকায় পৌঁছলো জিম্বাবুয়ে

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

আফগানিস্তানেও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

আফগানিস্তানেও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ