আফগানিস্তানেও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮
আফগানিস্তানেও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

বিশ্বের অন্যান্য ক্রিকেট দেশের মত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

চলতি বছরের অক্টোবরেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে (এসিবি)। টি-টোয়েন্টি লিগের নাম এসিবি দিয়েছে, আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিল)।

প্রথমবারের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ব্যাপারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেন, ‘পাঁচ দলকে নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হবে। লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্বান্ত হয়নি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়াল অনুমোদন পেলেই ভেন্যু নিয়ে সিদ্বান্ত নেয়া হবে। এজন্য তাদের ধন্যবাদ দিতে চাই।’

স্তানিকজাই আরও বলেন, ‘মার্চে দল কিনতে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এই লিগে খেলতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ জন খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ

তামিমে মুগ্ধ প্রীতি, দলে ভেড়ানোর সিদ্ধান্ত

তামিমে মুগ্ধ প্রীতি, দলে ভেড়ানোর সিদ্ধান্ত

ঢাকায় পৌঁছলো জিম্বাবুয়ে

ঢাকায় পৌঁছলো জিম্বাবুয়ে

দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনতে পারে ভারত

দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনতে পারে ভারত