বিশ্বকাপের উত্তেজনাকর লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৬ জুন ২০১৯
বিশ্বকাপের উত্তেজনাকর লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

ফাইল ছবি

বিশ্বকাপ বা ক্রিকেটের যেকোন আসরে সবচেয়ে উত্তেজনাকর লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। আর সেই যুদ্ধে মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিন্দ্বন্দি। বিশ্বকাপের ২২তম ম্যাচটি শুরু হবে আজ (১৬ জুন, রোববার)। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা শুরু হবে এ খেলা।

অনেক দিন যাবতই এ ম্যাচ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিশেষ করে গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরের জেলা পুলওয়ামাতে জঙ্গি হামলায় ভারতের ৪০ জন জওয়ানের মৃত্যু ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকিস্তানের রাজনীতি। এরপর ভারতে অনেকেই আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলতে দলের প্রতি আহ্বান জানান।

অনেকে মনে করেন, শুধু-শুধু পাকিস্তানকে ছেড়ে দেওয়ার কোন কারণই নেই। মাঠের যুদ্ধে চির প্রতিন্দ্বন্দিদের হারের লজ্জা দিতে হবে। এ সব কারণে উভয় দেশেগত কয়েক মাসের উত্তেজনায় এবারের ভারত-পাকিস্তান লড়াই হয়ে উঠেছে অনেক বেশি উত্তেজনাকর। সেই লড়াইয়ে কে জিতে সেটিই নির্ধারণ হবে ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে।

ভারত-পাকিস্তানের রাজনীতি এমনিতেই সব সময় উত্তেজনাকর থাকে। তার মধ্যে আবার ঘি ঢেলে দিলে কী হতে পারে, তা অবশ্য সবারই জানা। দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পুলওয়ামাতে জঙ্গি হামলা সম্পর্ককে আরও বিদ্বেশি করে তোলে। যার প্রভাব শান্তির লড়াই ক্রিকেটে গিয়ে পড়ে।

২০১২ সালের পর নিজেরা কোন দ্বিপক্ষীয় সিরিজেও মুখোমুখি হয়নি। এর আগে ২০০৭ সালে সর্বশেষ হয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দু’দল। দু’টি সিরিজই ছিল ভারতের মাটিতে। আর ভারত সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৬ সালে। তাই এই চিত্রই বলে দিচ্ছে কী অবস্থায় রয়েছে ভারত-পাকিস্তানের সর্ম্পক।

সেই সর্ম্পক এখন আরও বেশি গরম পুলওয়ামার ঘটনায়। তারপরও শেষ পর্যন্ত ২২ গজে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান।

২২ গজের লড়াইয়ে নামলে অতীতের কোন ঘটনাই মাথায় থাকে না ক্রিকেটারদের। তবে মনের মধ্যে বিদ্বেষ যে থাকবে না, তা কিন্তু নয়। সেই বিদ্বেষ থেকেই এবার ম্যাচ জয়ের সর্বাত্মক চেষ্টা করবে উভয় দলই। আর বিশ্বকাপের মত মঞ্চে জয় ছাড়া অন্য কিছু ভাবারই উপায় নেই কোন দলেরই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে অন্য লড়াইয়ের চেয়ে বেশ আলাদা ভাবছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

পাকিস্তানের বিপক্ষে খেলতে নামলেই সেরাটা বের হয়ে আসে বলে জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বলেন, ‘পাকিস্তানের ম্যাচ আমাদের মধ্যে থেকে সেরাটা বের করে আনে। ভারত-পাকিস্তান ম্যাচ বহু বছর ধরে দারুণ প্রতিদ্বন্দিতামূলক হয়ে আসছে। বিশ্ব জুড়ে এ লড়াই নিয়ে আগ্রহ থাকে অনেক বেশি। এ রকম ম্যাচে খেলার সুযোগ পাওয়াটা একটা সম্মানের ব্যাপার। এ ম্যাচ আমাদের সবার ভেতরের সেরাটা বের করে আনে।’

পাকিস্তান ম্যাচ নিয়ে শতভাগ নির্ভার থাকতে পারছেন না ভারত অধিনায়ক কোহলি। কারণ তার দলের অন্যতম সেরা অস্ত্র ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই খেলতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ইনিংস খেলার পথে হাতে চোট পান ধাওয়ান। বাঁ-হাতি এ ওপেনারকে না পাওয়াটা কোহলির জন্য ধাক্কাই বটে।

ধাওয়ানের ইনজুরি নিয়ে কোহলি বলেন, ‘দু’সপ্তাহ হাতে প্লাস্টার করা থাকবে ধাওয়ানের। প্লাস্টার খোলার পরই বুঝা যাবে হাতের কী অবস্থা। আশা করব, বিশ্বকাপের পরের দিকে সেমিফাইনাল পর্ব থেকে সুস্থ হয়ে উঠবে সে। শিখর সুস্থ হয়ে খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা তাকে দলের সঙ্গে রেখে দিতে চাই।’

ভারতের মত পাকিস্তানও ম্যানচেস্টারের ম্যাচ নিয়ে খুব বেশি অস্থির। এটাই স্বাভাবিক ব্যাপার। অতীত থেকে যা হয়ে আসছে, বর্তমানেও তেমনটাই হচ্ছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করার প্রত্যয় ব্যক্ত করলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ভারতের বিপক্ষে ভুল না করার ব্যাপারে বেশ সর্তক পাকিস্তানের দলপতি সরফরাজ বলেন, ‘আগের ম্যাচে প্রচুর ভুল করেছি আমরা। সবচেয়ে বেশি ভুল ছিল আমাদের ফিল্ডিংয়ে। অনেক মিস সাথে ক্যাচ ড্রপ। দেখে মনেই হচ্ছিল না আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। তাও বিশ্বকাপে। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে ফিল্ডিংয়ে আমাদের আরও উন্নতি করা প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে মাত্র একটি অর্জনই ছিল পাকিস্তানের। আর তাহলো পেসার মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন এ পেসার। এছাড়া দলের আর কোন খেলোয়াড়ই পারফরমেন্সে ছিটেফটাও দেখাতে পারেননি।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমিরের বোলিং নৈপূণ্যে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন সরফরাজ। বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের আগে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে আমির। ৩০ রানে ৫ উইকেট প্রশংসা করার মত। বল সুইং করতে শুরু করলে তার থেকে ভয়ংকর বোলার খুব কমই রয়েছে। তার উপর চাপ সৃষ্টি করা অনেক কঠিন। উইকেট থেকে সাহায্য পেতে শুরু করলে আমিরকে খেলাই কঠিন। আশা করবো ভারতের বিপক্ষে আমির ভালো কিছু করবে।’

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, লোকেশ রাহুল ও বিজয় শঙ্কর।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

ভারতের ম্যাচের আগে পিসিবির সিদ্ধান্তে ক্ষুদ্ধ ইউসুফ

বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন

বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত

সুন্দরের চোখে ফাইনালে ইংল্যান্ডকে হারাবে ভারত