১৭ ছক্কা হাকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৮ জুন ২০১৯
১৭ ছক্কা হাকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মরগান

ছবি : গেটি ইমেজ

ওয়ানডে ক্রিকেটে ছক্কা হাকানোর নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান। মঙ্গলবার (১৮ জুন) ওল্ড ট্রাফোর্ডে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ইনিংসে ১৭টি ছক্কা হাকিয়ে ১৪৮ রান করেন তিনি। তার এ রেকর্ডময় ইনিংসে ৩৯৭ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড।

এর আগে এক ইনিংসে ১৬টি ছক্কা হাকিয়ে যৌথভাবে মরগানসহ রেকর্ডের মালিক ছিলেন ভারতের রোহিত শর্মা, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি ছক্কা মেরেছিলেন মরগান। ওই ম্যাচে ২১৫ রান করেছিলেন তিনি।

মঙ্গলবার আফগান অধিনায়ক গুলবাদি নাইবের বলে ছক্কা হাকিয়ে আগের রেকর্ড টপকে যান মরগান। আফগানিস্তান অধিনায়কের বলেই শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ইংলিশ অধিনায়ক ৭১ বলের বিধ্বংসি ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭টি ওভার বাউন্ডারি ও চার বাউন্ডারিতে।

ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৯৭ রান সংগ্রহ করে। জনি বেয়ারস্টো ৯৯ বলে ৯০ এবং জো রুট ৮২ বলে ৮৮ রান সংগ্রহ করেছেন। ৯ বলে ৩১ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মঈন আলী।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ‘একপেশে’ ইতিহাস

বাংলাদেশের বিপক্ষে স্যালুট দিতে পারলেন না কট্রেল

বাংলাদেশের বিপক্ষে স্যালুট দিতে পারলেন না কট্রেল

নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো বাংলাদেশ