ইংল্যান্ডকে শঙ্কায় ফেলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১০ পিএম, ২৫ জুন ২০১৯
ইংল্যান্ডকে শঙ্কায় ফেলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ছবি : গেটি ইমেজ

স্বাগতিক ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করাসহ টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করলো অসিরা।

অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে খেলার পথে শঙ্কায় পড়লো স্বাগতিক ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের এ হারে বাংলোদেশের জন্য সেমিফাইনালে যাওয়ার পথ আরও উজ্জ্বল হলো। কারণ, ৭ ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট এখন বাংলাদেশের চেয়ে মাত্র এক বেশি, আট।

বিশ্বকাপের ৩২তম ম্যাচে মঙ্গলবার (২৫ জুন) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ফলে ব্যাট হাতে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪৪.৪ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ৭১ বল মোকাবেলা করে দলের অর্ধশতক পূর্ণ করেন তারা। তবে মাত্র ৩৬ বলে পরের ৫০ রান সংগ্রহ করলে ১৭.৫ বলে শতরানের সংগ্রহ পেয়ে যায় অসিরা।

দলীয় ১২৩ রানে বিচ্ছিন্ন হয় অস্ট্রেলিয়ার ওপেন জুটি। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম ও আসরে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আউট হন ওয়ার্নার। ৬টি চারে ৬১ বলে ৫৩ রান করা ওয়ার্নারকে আউট করেন ইংল্যান্ডের অফ-স্পিনার মঈন আলি।

এ ইনিংসের ফলে এবারের আসরে নিজের রান সংখ্যা ৫০০তে নিয়ে গেলেন ওয়ার্নার। একই সঙ্গে সাকিবকে টপকে আবার রান সংগ্রহের শীর্ষস্থান দখল করেছেন তিনি।

ওয়ার্নার থামলে উসমান খাজাকে নিয়ে দলকে রান উপহার দেন অধিনায়ক ফিঞ্চ। তবে এ জুটিতে ৫০ রান আসার পর বিদায় নেন খাজা। স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ২৯ বলে ২৩ রান করেন তিনি। খাজার বিদায়ের পর ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ও বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ফিঞ্চ।

সেঞ্চুরি তুলে নেওয়ার পরের বলেই আউট হন ফিঞ্চ। পেসার জোফরা আর্চারের বলে আউট হওয়ার আগে ১১ চার ও ২ ছক্কায় ১১৬ বলে ১০০ রান করেন ফিঞ্চ। আর এতে রানের দিক দিয়ে তৃতীয়স্থানে নেমে গেলেন বাংলাদেশের সাকিব আল হাসান। কারণ, ওয়ার্নার ৫০০ ও ফিঞ্চ ৪৯৬ রান করেছেন। যেখানে সাকিবের রান ৪৭৬।

দলীয় ১৮৫ রানে ফিঞ্চ ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় রান তোলায় ভাটা পড়ে। পরের দিকের ব্যাটসম্যানরা পুরোপুরিভাবেই ব্যর্থ হন। গ্লেন ম্যাক্সওয়েল ৮ বলে ১২ ও মার্কাস স্টোয়িনিস ৮ রান করে থামেন। তবে এক প্রান্ত ধরে খেলছিলেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

তিনিও ৪৬তম ওভারে বিদায় নেন। ৫টি চারে ৩৪ বলে ৩৮ রান করেন স্মিথ। ফলে অস্ট্রেলিয়ার ৩শ রানের সংগ্রহ পাওয়ার আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

সাত নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চারে ২৭ বলে অপরাজিত ৩৮ রান করেন ক্যারি। ইংল্যান্ডের ক্রিস ওকস ৪৬ রানে ২ উইকেট নেন।

২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে ইংল্যান্ড। অধিনায়ক ইয়ান মরগানসহ উপরের চার ব্যাটম্যানই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন। চারজন মিলে রান করে ৩৯, এর মধ্যে জনি বেয়ারস্টো ২৭ রান করেন।

উপরের সারির চার ব্যাটম্যান ব্যর্থতার পরিচয় দিলে ব্যাট হাতে হাল ধরেন অলরাউন্ডার বেন স্টোকস। ১৫৫ বল মোকবেলা করে তিনি সংগ্রহ করেন ৮৯ রান। দলের পক্ষে তার ব্যাটেই এসেছে সর্বোচ্চ রান। এছাড়া আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। বাকিরা সবাই অস্ট্রেলিয়ার বোলারদের সামনে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।

ফলে ৪৪.৪ ওভারে ২২১ রান তুলতেই অলআউট হয়ে যায় এবারের বিশ্বকাপের স্বাগতিক দল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাদের সপ্তম ম্যাচে ৬৪ রানের জয় তুলে নেয়। ম্যাচসেরা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এদিকে এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। অন্যদিকে হেরে গিয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনাকে অনেকটাই শঙ্কার মধ্য ফেলে দিলো ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২৮৫/৭, ৫০ ওভার (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, স্মিথ ৩৮, ক্যারি ৩৮*; ওকস ২/৪৬)।
ইংল্যান্ড : ২২১, ৪৪.৪ ওভার (বেন স্টোকস ৮৯, জনি বেয়ারস্টো ২৭, জস বাটলার ২৫, ক্রিস ওকস ২৬, আদিল রশিদরা ২৫; জেসন বেহরেনডর্ফ ৫/৪৪, মিচেল স্টার্ক ৪/৪৩)।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগান বধে সেমির পথেই বাংলাদেশ

আফগান বধে সেমির পথেই বাংলাদেশ

পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ

মজার খেলায় মেতেছেন সাকিব-ওয়ার্নার-ফিঞ্চ

মজার খেলায় মেতেছেন সাকিব-ওয়ার্নার-ফিঞ্চ

উইকেট শিকারে শীর্ষ দশে বাংলাদেশের তিনজন

উইকেট শিকারে শীর্ষ দশে বাংলাদেশের তিনজন