দুই পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ জুন ২০১৯
দুই পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের ৩৭তম ম্যাচে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। শনিবার (২৯ জুন) দিনের দ্বিতীয় খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এখন পর্যন্ত সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ী হয়ে ইতোমধ্যেই প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে সম সংখ্যক ম্যাচে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে রান রেটে ভারতের চেয়ে পিছিয়ে থাকায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।

এদিকে অস্ট্রেলিয়া অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি পরিবর্তন এসেছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির পরিবর্তে সুযোগ পেয়েছেন ইশ সোধি। আর কলিন মুনরোর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছে হেনরি নিকোলস।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডফ।

নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর,ইস সোধি, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টম লাথাম, হেনরি নিকোলস।


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের বিকল্প নেই পাকিস্তানের

জয়ের বিকল্প নেই পাকিস্তানের

পাঁচদিনের ছুটি কাটিয়ে টিম হোটেলে তামিমরা

পাঁচদিনের ছুটি কাটিয়ে টিম হোটেলে তামিমরা

আফগানদের হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চায় পাকিস্তান

আফগানদের হারিয়ে সেমির পথে এগিয়ে থাকতে চায় পাকিস্তান

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য

ভারতের বিপক্ষে জয়ের ফর্মুলা বাতালেন সৌম্য